Tulsi Vastu Tips: মাত্র ১১টি তুলসী পাতা বদলে দিতে পারে আপনার ভাগ্য়! করুন এই উপাচার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রতিটি হিন্দু পরিবারের যে কোনও পবিত্র অনুষ্ঠানেই তুলসী পাতা ব্যবহৃত হয়৷ প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই লাগানো হয় তুলসী গাছ। ধর্মীয় বিশ্বাস বলে, তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয়, সেখানে কোনও বাস্তু দোষ থাকে না। সেই সঙ্গে ঘরে আসে সুখ-সমৃদ্ধি।
advertisement
1/6

প্রতিটি হিন্দু পরিবারের যে কোনও পবিত্র অনুষ্ঠানেই তুলসী পাতা ব্যবহৃত হয়৷ প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই লাগানো হয় তুলসী গাছ। ধর্মীয় বিশ্বাস বলে, তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয়, সেখানে কোনও বাস্তু দোষ থাকে না। সেই সঙ্গে ঘরে আসে সুখ-সমৃদ্ধি।
advertisement
2/6
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে তুলসী গাছ রোপণ করলে, বাড়ির পরিবেশ এবং তার চারপাশের পরিবেশ পবিত্র এবং ইতিবাচক থাকে। হিন্দু ধর্মে সকাল-সন্ধ্যায় তুলসী গাছের পূজা করা হয়। আয়ুর্বেদে ওষুধ হিসেবেও তুলসী গাছের ব্যবহার বহু বহু বছর ধরে চলে আসছে। জ্যোতিষশাস্ত্রে তুলসীর এমনই কিছু সহজ ব্যবহারের কথা বলা হয়েছে, যা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। দিল্লির জ্যোতিষী পণ্ডিত অলোক পান্ড্য জানাচ্ছেন তুলসীর এই জ্যোতিষশাস্ত্রীয় ব্যবহারের কথা।
advertisement
3/6
ইচ্ছা পূরণের জন্য: আমাদের মনে এমন অনেক ইচ্ছে থাকে, যা আমরা দীর্ঘদিন ধরে মনের মধ্যে চাপা দিয়ে রাখি৷ কিন্তু জানেন কি, একটিমাত্র সামান্য একটি উপাচারেই আমাদের সেই ইচ্ছে পূরণ হতে পারে? জ্যোতিষশাস্ত্র বলছে, প্রতি রবিবার বা একাদশীর দিন তুলসী গাছ থেকে ১১টি পাতা তুলে নিন। তারপর ভাল করে ধুয়ে নিন সেই তুলসী পাতা৷ তারপর একটি পুজোর পাত্রে কমলা সিঁদুর ও তেল ভাল করে মিশিয়ে নিন৷ তারপরে সেই মিশ্রণ দিয়ে ওই ১১টি তুলসী পাতায় লিখুন রামের নাম৷ তারপরে তা অর্পণ করুন বজরঙ্গবলীর চরণে৷ ঈশ্বরের কাছে জানান আপনার মনের ইচ্ছের কথা।
advertisement
4/6
শান্তি এবং সমৃদ্ধির জন্য: ঘরে অশান্তির পরিবেশ থাকলে তুলসীর চার-পাঁচটি পাতা গাছ থেকে তুলে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি পিতলের পাত্র বা যে কোনও শুদ্ধ পাত্রে গঙ্গাজল নিন৷ তাতে ফেলে দিন ওই ধুয়ে রাখা তুলসী পাতা৷ প্রতিদিন স্নান করার পরে এই জল ঘরের প্রতিটি দরজায় ছিটিয়ে দিন। এতে সংসার থেকে নেতিবাচকতা দূর হয় এবং ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি অধিষ্ঠান করে।
advertisement
5/6
আর্থিক সংকট কাটিয়ে উঠতে: আর্থিক সংকটের সম্মুখীন হলেও তা প্রতিকার করতে পারে তুলসী৷ তুলসী পাতা একটি লাল রঙের কাপড়ে বেঁধে আপনার বাড়ির টাকার জায়গায় রাখুন৷ আপনার মানিব্যাগেও রাখতে পারেন। মনে করা হয়, এতে করে আর্থিক সঙ্কট দ্রুত কেটে যায়।
advertisement
6/6
সৌভাগ্যের জন্য: বারবার একটা কাজ করতে যাচ্ছেন, অথচ, প্রতিবারই তা ভেস্তে যাচ্ছে৷ এমন পরিস্থিতির মুখে আমরা অনেকেই প্রায়শই পড়ে থাকি৷ এর থেকে বেরনোর জন্যেও রয়েছে তুলসীর একটি উপাচার৷ একটি ময়দার প্রদীপ তৈরি করুন এবং এতে এক চিমটে হলুদ দিয়ে দিন৷ সন্ধেবেলা তুলসীমঞ্চ বা বাড়ির তুলসী গাছের সামনে এটি জ্বালান। বাড়ির উত্তর দিকে তুলসীর শিকড়ে ঠিক কাছে এই প্রদীপটি রাখলে ভাগ্য সহায় হয় এবং ভেস্তে যাওয়া কাজ দ্রুত পূরণ হতে শুরু করে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Vastu Tips: মাত্র ১১টি তুলসী পাতা বদলে দিতে পারে আপনার ভাগ্য়! করুন এই উপাচার