ভূপেষ বাঘেল ৷ পাটান কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের ভূপেশ বাঘেল ৷ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং পাটানের বিধায়ক ৷ ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিরোধী দলের শীর্ষ নেতাদের মধ্যে একজন ছিলেন ভূপেষ বাঘেল ৷ ছত্তীসগড় যখন মধ্যপ্রদেশের অংশ ছিল, সেই সময় দ্বিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন সরকারে মন্ত্রী ছিলেন ভূপেষ ৷ পরবর্তীকালে অজিত যোগীর ক্যাবিনেটেও ছিলেন তিনি ৷
advertisement
টিএস সিং দেও ৷ নির্বাচনে সবথেকে ধনীদের মধ্যে অন্যতম প্রার্থী টিএস ৷ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও অন্যতম মুখ টিএস ৷
তম্রধাওয়াজ সাধু ৷ দুর্গ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন সাধু ৷ কংগ্রেস স্টেট ওবিসি ইউনিটের প্রধান তিনি ৷ রাহুল গান্ধির অন্যতম কাছের সঙ্গী সাধু ৷
চরণ দাস মাহান্ত ৷ শক্তি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন মাহান্ত ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন চরণ দাস ৷