কেকেআরে আবার ফিরতে পেরে খুশি বিনয় কুমার ৷ তিনি বলেন, ‘‘ কেকেআরে ফিরে আসতে পেরে দারুণ লাগছে ৷ আমাদের দলে এবার বোলিং অ্যাটাক যথেষ্ট ভাল ৷ মিচেল স্টার্ক, সুনীল নারিন, মিচেল জনসনের মতো ক্রিকেটাররা রয়েছেন দলে ৷ ওদের সঙ্গে খেলার জন্য আমি তাই মুখিয়ে রয়েছি ৷ এতদিন ক্রিকেট খেলে যা শিখেছি ৷ দলের তরুণদের সঙ্গে সেই অভিজ্ঞতা আমি শেয়ার করবই ৷ ’’
advertisement
কার্তিক-পার্থিবের সঙ্গে চ্যালেঞ্জ নেই, আইপিএলে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাই: ঋদ্ধি
একাদশ আইপিএলে কেকেআরে ফিরেছেন কর্ণাটকের পেসার। প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে কমলেশ, শিবম মাভি, স্টার্ক, জনসনদের সঙ্গে চ্যালেঞ্জটা উপভোগ করছেন বিনয়। ঘরোয়া মরশুমে সফল অধিনায়ক বিনয় কুমার প্রয়োজনে নাইট রাইডার্স অধিনায়ক কার্তিকে সাহায্য করতে প্রস্তুত। এদিকে বৃহস্পতিবারই নাইটদের অনুশীলনে যোগ দিলেন পীযূষ চাওলা।
advertisement
Location :
First Published :
March 23, 2018 2:06 PM IST