TRENDING:

তরুণ নাইটদের সাহায্য করতে প্রস্তুত বিনয় কুমার

Last Updated:

বিরাট সংসারে আপাতত তিনি ব্রাত্য। তবে ঘরোয়া ক্রিকেট, আইপিএলে রয়েছেন ভারতীয় পেসার বিনয় কুমার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিরাট সংসারে আপাতত তিনি ব্রাত্য। তবে ঘরোয়া ক্রিকেট, আইপিএলে রয়েছেন ভারতীয় পেসার বিনয় কুমার। ২০১৪-র আইপিএল জয়ী গম্ভীরের কেকেআরের অন্যতম সদস্য ছিলেন। মুম্বইয়ের হয়েও জিতেছেন ট্রফি।
advertisement

কেকেআরে আবার ফিরতে পেরে খুশি বিনয় কুমার ৷ তিনি বলেন, ‘‘ কেকেআরে ফিরে আসতে পেরে দারুণ লাগছে ৷ আমাদের দলে এবার বোলিং অ্যাটাক যথেষ্ট ভাল ৷ মিচেল স্টার্ক, সুনীল নারিন, মিচেল জনসনের মতো ক্রিকেটাররা রয়েছেন দলে ৷ ওদের সঙ্গে খেলার জন্য আমি তাই মুখিয়ে রয়েছি ৷ এতদিন ক্রিকেট খেলে যা শিখেছি ৷ দলের তরুণদের সঙ্গে সেই অভিজ্ঞতা আমি শেয়ার করবই ৷ ’’

advertisement

আরও পড়ুন--

কার্তিক-পার্থিবের সঙ্গে চ্যালেঞ্জ নেই, আইপিএলে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চাই: ঋদ্ধি

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

একাদশ আইপিএলে কেকেআরে ফিরেছেন কর্ণাটকের পেসার। প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে কমলেশ, শিবম মাভি, স্টার্ক, জনসনদের সঙ্গে চ্যালেঞ্জটা উপভোগ করছেন বিনয়। ঘরোয়া মরশুমে সফল অধিনায়ক বিনয় কুমার প্রয়োজনে নাইট রাইডার্স অধিনায়ক কার্তিকে সাহায্য করতে প্রস্তুত। এদিকে বৃহস্পতিবারই নাইটদের অনুশীলনে যোগ দিলেন পীযূষ চাওলা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
তরুণ নাইটদের সাহায্য করতে প্রস্তুত বিনয় কুমার