অনুশীলনের পরে মনোজ তিওয়ারি এদিন বলেন, দলে জায়গা পেতে যে তাঁকে লড়াই করতে হবে, সেটা তাঁরা জানা। তাই কার্যকারিতা বাড়াতে নিয়মিত বোলিং করে যেতে হবে তাঁকে। ঘরোয়া ক্রিকেটে বোলিং করেছি। তৈরি হয়েই যাচ্ছি। এ বার টিম ম্যানেজমেন্ট কি কম্বিনেশন চায়, দেখা যাক।’’ ঋদ্ধির আবার ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তা রয়েছে ৷ ব্যাটিং অর্ডারের ঘনঘন পরিবর্তন হলে তাঁর সমস্যা হয় বলেই জানিয়েছেন ঋদ্ধিমান ৷ এক এক ম্যাচে একরকম ব্যাটিং অর্ডার হলে খেলায় সমস্যা হয় বলেই জানিয়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ৷
advertisement
Location :
First Published :
March 23, 2018 1:45 PM IST