কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। পাঁচ রাজ্যে বিধানসভার ফলে বিজেপির ভরাডুবি দেখে নতুন করে তৎপর তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। ওড়িশার পর এবার কলকাতায় জল মাপতে এলেন চন্দ্রশেখর রাও।
তেলেঙ্গনা গঠনের সময় থেকেই কংগ্রেস ও টিআরএসের ফাটল। বিধানসভা নির্বাচনেও বিরোধিতা। কিন্তু, সেই কংগ্রেসই তিন রাজ্যে জিতে এবার পেশি ফোলাচ্ছে। তাই, অকংগ্রেসি-অবিজেপি জোটের লক্ষ্যে তড়িঘড়ি তৃণমূল কংগ্রেস নেত্রীর কাছে টিআরএস প্রধান।
advertisement
দু’জনেই এলেন সাংবাদিক বৈঠকে। কিন্তু, মুখ খুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বিজেপির বিরুদ্ধে বারবার ছোট দলগুলিকে একজোট হওয়ার বার্তা। সেইসঙ্গে, ১৯ জানুয়ারি টিআরএস-সহ একাধিক দলকে ব্রিগেডে আমন্ত্রণ জানিয়ে পালটা এবার কি আরও নতুন কৌশল তৃণমূলনেত্রীর ?
Location :
First Published :
December 24, 2018 7:52 PM IST