যে পঞ্চায়েত সমিতিগুলিতে জয়লাভ করেছে তৃণমূল তার মধ্যে রয়েছে-
পূর্ব মেদিনীপুরের কাঁথি ১, কাঁথি দেশপ্রাণ, খেজুরি ১, খেজুরি ২, এগরা ১, এগরা ২, ভগবানপুর ১, পটাশপুর ১, পটাশপুর ২ ও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি ।
হুগলির আরামবাগ পঞ্চায়েত সমিতির ৬টি গ্রাম পঞ্চায়েতেই জয়ী হয়েছে তৃণমূল ।
উত্তর ২৪ পরগনার বারাকপুর ১, বারাকপুর ২ ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতি ।
advertisement
দক্ষিণ ২৪ গরপনার ভাঙড় পোলেরহাট পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলো ।
কোচবিহারের তুফানগঞ্জ ১ ও তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতি ।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, সালানপুর, বারাবণী ও কাঁকসা পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছে তৃণমূল ।
Location :
First Published :
May 17, 2018 4:38 PM IST