TRENDING:

মন দিয়ে দেখুন, চিনতে পারছেন নায়ক কে?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নায়কের ছবি ৷ একজন নন, দুজনের ছবি মেলানো হয়েছে ৷ একটু মন দিলেই বুঝবেন ৷ এক নায়ক আবার অন্য নায়কের ফ্যান ! তাই তিনিই এই কান্ডটি করেছেন ৷ কিছুদিনের মধ্যেই এই দুই নায়ক মুখোমুখি হবেন ৷ একসঙ্গে একটি ছবিতে কাজ করার কথা তাঁদের ৷ আর এই দুজন নায়কই আপনার খুব পরিচিত ৷ একজন হৃতিক রোশন, অন্যজন টাইগার শ্রফ ৷ দুজনের মুখের গঠন অনেকটাই এক ৷ সঙ্গে মণির রঙেও রয়েছে মিল ৷ তাই পাশাপাশি দুজনের মুখ যেন দারুণ মিলে গিয়েছে ৷ একসঙ্গে কাজ করতে চলেছেন এই দুই নায়ক ৷ হৃতিকের বড় ভক্ত টাইগার ৷ একসঙ্গে কাজের সুযোগে আপ্লুত তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় এইভাবেই নিজের আবেগ প্রকাশ করেছেন টাইগার ৷ আপাতত দুজনেই ব্যস্ত নিজেদের শ্যুটিং নিয়ে ৷ হৃতিক ব্যস্ত সুপার ৩০, কৃষ ৪ নিয়ে ৷ টাইগার কাজ করছেন স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২ এবং বাগি ৩-তে ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
মন দিয়ে দেখুন, চিনতে পারছেন নায়ক কে?