TRENDING:

গভীর রাতে দুর্ঘটনার কবলে ডাউন মুম্বই-হাওড়া মেল, লাইনচ্যুত ৩ বগি, ব্য়াহত ট্রেন চলাচল

Last Updated:

গভীর রাতে দুর্ঘটনার কবলে মুম্বই-হাওড়া মেল, ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত ৷ লাইনচ্যুত হয়েছে মহারাষ্ট্রের লাগতপুরী স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গভীর রাতে দুর্ঘটনার কবলে মুম্বই-হাওড়া মেল, ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত ৷ লাইনচ্যুত হয়েছে মহারাষ্ট্রের ইগতপুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে ৷ দুর্ঘটনাস্থলে হয়ে সুরক্ষা কমিটি পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিতে শুরু করে ৷ তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি ৷
advertisement

ছবি সৌজন্যে ট্যুইটার ৷

মধ্য রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় রাত রবিবার ২.০৫ ডাউন ১২৮০৯ মুম্বই হাওড়া মেল ভায়া নাগপুর ৩টি কামরা লাইনচ্যুত হয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি ৷ কোনও যাত্রী হতাহতের খবর না থাকলেও ঘটনায় এক আতঙ্কের পরিস্থিতি শুরু হয়েছে ৷

advertisement

এস ১২, এস ১৩ এবং প্যান্ট্রিকার এই ৩ কামরা লাইনচ্যুত হয়েছে ৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত ৷ ওই রুটের ১২ টি ট্রেন বাতিলও করা হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ঘটনার তদন্তে রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখা হচ্ছে ঠিক কী কারণে মধ্যরাতে এমন দুর্ঘটনার ঘটেছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
গভীর রাতে দুর্ঘটনার কবলে ডাউন মুম্বই-হাওড়া মেল, লাইনচ্যুত ৩ বগি, ব্য়াহত ট্রেন চলাচল