TRENDING:

Alert! ১৫ মে বদলে যাচ্ছে WhatsApp-এর প্রাইভেসি পলিসি, এটি না মানলে ডিলিট হবে অ্যাকাউন্ট

Last Updated:

Whatsapp Privacy Policy: বর্তমানে ভারতের মতো দেশে মাত্র ১৮ শতাংশ মানুষ এই অ্যাপ ব্যবহার করতে রাজি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
WhatsApp: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। আপনি যদি নিজের WhatsApp Account চালু রাখতে চান তাহলে আপনাকে কোম্পানির নতুন শর্তাবলী অতি অবশ্যই মানতে হবে। গত বছরেই কোম্পানি জানিয়ে দিয়েছিল যে পলিসিতে একগুচ্ছ বদল নিয়ে হচ্ছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। সঙ্গে এও বলে হয়েছিল যে যদি কোনও ব্যবকারকারী অ্যাপের প্রত্যেকটি শর্ত না মেনে নেয় তাহলে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।
একটি নতুন WhatsApp গ্রুপ ওপেন করে তাতে নম্বরটিকে অ্যাড করুন। সেই ব্যাক্তি যদি আপনাকে ব্লক করে থাকেন তবে নতুন গ্রুপ ক্রিয়েটের সময় "you are not authorized to add this contact," এর মেসেজ দেবে। আর এর অর্থ সেই ব্যাক্তি আপনাকে WhatsApp এ ব্লক করে রেখেছেন।
একটি নতুন WhatsApp গ্রুপ ওপেন করে তাতে নম্বরটিকে অ্যাড করুন। সেই ব্যাক্তি যদি আপনাকে ব্লক করে থাকেন তবে নতুন গ্রুপ ক্রিয়েটের সময় "you are not authorized to add this contact," এর মেসেজ দেবে। আর এর অর্থ সেই ব্যাক্তি আপনাকে WhatsApp এ ব্লক করে রেখেছেন।
advertisement

প্রথমে বলা হয়েছিল যে হোয়াটসঅ্যাপের নতুন শর্ত ৪ ফেব্রুয়ারী ২০২১-এর মধ্যে। নয়া প্রাইভেসি পলিসির প্রকাশের পর অনেকেই এটি নিয়ে প্রশ্ন তোলেন। তারপরেই নতুন পলিসি লাগু করার সময়কাল পিছিয়ে দেওয়ার মাধ্যমে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ। তিন মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় নতুন পলিসি লাগু হওয়ার সময়। আগামী ১৫ মে পর্যন্ত নয়া নীতি অ্যাকসেপ্ট করার সময়সীমা দিয়েছে WhatsApp।

advertisement

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের তরফে কিছু দিন আগে জানানো হয় ব্যবহারকারীর তথ্য তাদের অধীনস্থ যেকোনও সংস্থা এমনকি ফেসবুক (Facebook)-এও শেয়ার হতে পারে। এর পাশাপাশি সব সময়ে ব্যবহারকারীর লোকেশন ডেটাও ট্র্যাক করতে পারবে অ্যাপটি। তার পরই ঘটে বিপত্তি। এই অতি জনপ্রিয় মেসেজিং অ্যাপ ছেড়ে বের হতে শুরু করে মানুষজন। এমনকি বর্তমানে ভারতের মতো দেশে মাত্র ১৮ শতাংশ মানুষ এই অ্যাপ ব্যবহার করতে রাজি।

advertisement

এই পরিস্থিতিতে দেশের মানুষের তথ্য সুরক্ষার স্বার্থে সরকারের তরফে গতকাল হোয়াটসঅ্যাপের কর্ণধার ক্যাথকার্টকে একটি চিঠিটি পাঠানো হয়। পাশাপাশি বেশ কিছু তথ্য চেয়ে একটি প্রশ্নমালাও পাঠানো হয়। খবর মোতাবেকে, এটা শুধু ভারতের সঙ্গেই হচ্ছে কি না তাও জানতে চাওয়া হয়। সরকারের তরফে বলা হয়, ভারতীয়দের ক্ষেত্রে সিকিওরিটি পলিসি, ইনফরমেশন সিকিওরিটি পলিসি, সাইবার-সিকিওরিটি পলিসি, প্রাইভেসি পলিসি ও এনক্রিপশন পলিসিতে সংস্থার পলিসি ও বাকি দেশের ক্ষেত্রে তাদের পলিসিতে কতটা পার্থক্য রয়েছে, তা স্পষ্ট করতে হবে।

advertisement

দেশের মানুষের তথ্য সুরক্ষার স্বার্থে সরকারের তরফে চিঠিটি পাঠানোর পাশাপাশি বেশ কিছু তথ্য চেয়ে একটি প্রশ্নমালাও পাঠানো হয় হোয়াটসঅ্যাপকে। সেখানে সংস্থার ডেটা শেয়ারিং প্রোটোকল ও বিজনেস প্র্যাক্টিস সম্পর্কে জানতে চাওয়া হয়। পাশাপাশি ভারতীয়দের কী ধরনের তথ্য সংস্থা কোন কাজে কোন পরিষেবার জন্য কার সঙ্গে শেয়ার করছে, তাও জানতে চায় কেন্দ্র। যার উত্তরে আজ হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন, আমরা আবারও বলতে চাই যে আপডেট হতে চলেছে, তাতে আমরা ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করতে পারব না। আমাদের লক্ষ্য স্বচ্ছতা বজায় রাখা ও নতুন নতুন অপশন নিয়ে আসা যাতে ব্যবসার ক্ষেত্রে মানুষ সাহায্য পায়। মুখপাত্র উত্তরে আরও জানান, হোয়াটসঅ্যাপ সকলের মেসেজ সুরক্ষিত রাখবে ও এন্ড টু এন্ড এনক্রিপশন বজায় থাকবে। ফলে না হোয়াটসঅ্যাপ না ফেসবুক, কেউই এই মেসেজ দেখতে পাবে না। সকলের কাছে যে ভুল তথ্য গিয়েছে, তার উপরে আমরা কাজ করছি। এবং এই নিয়ে যে কোনও ধরনের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এই চ্যাটিং প্ল্যাটফর্মের দাবি ছিল, নতুন পলিসির মাধ্যমে পরিষেবা এবং ইউজার এক্সপিরিয়েন্সকে আরও মজবুত করে তোলা হবে। কিন্তু তথ্য ফাঁস যাওয়ার ভয়ে ভুগতে শুরু করেছেন মানুষজন। তাঁদের আতঙ্ক- এবার হয় তো সমস্ত গোপনীয়তা ভঙ্গ হয়ে যাবে। আর এই বিষয়টির সমাধান করা হোয়াটসঅ্যাপের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Alert! ১৫ মে বদলে যাচ্ছে WhatsApp-এর প্রাইভেসি পলিসি, এটি না মানলে ডিলিট হবে অ্যাকাউন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল