XUV300-এর মুকুটে প্রথম এমন একটি পালক যোগ করতে চলেছে নতুন এই গাড়িটি। সেক্ষেত্রে কমপ্যাক্ট SUV-এর দুনিয়ায় এটিকে একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে চিহ্নিত করাই যায়।
Autocar India-র বিশেষজ্ঞমহল জানাচ্ছে, Mahindra-র এই নতুন গাড়িটি XUV300-কে গাড়ির দুনিয়ায় নতুন পথের অগ্রদূত হিসেবে গড়ে তুলবে। যার অন্যতম ভিত্তি হল বিলাসিতা এবং সৌন্দর্য।
আরও পড়ুন- রান্নাঘরের এগজস্ট গরম হলেই বন্দ হয়ে যায়? জানুন সহজে ঠিক করার উপায়
advertisement
পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে SUV-র চাহিদা বেড়েছে। যাঁরা এই সময় SUV কিনেছেন তাঁরা প্রায় সকলেই ‘সানরুফ’-এর প্রতি আগ্রহ দেখিয়েছেন। কিন্তু এই ফিচারটি বেশিরভাগ ক্ষেত্রে SUV মডেলের টপ-স্পেক ভ্যারিয়েন্টে পাওয়া যায়।
সানরুফ-যুক্ত গাড়ির বিক্রি গত পাঁচ বছরে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। ইদানীং, ভারতে বিক্রি হওয়া প্রতি চারটি গাড়ির একটিতে এই ফিচার থাকছে।
Hyundai Exter লঞ্চ করার পর থেকে এই ফিচারটি এখন Micro-SUV বাজারেও পাওয়া যায়। Hyundai Exter (SX, SX (O), এবং SX (O) Connect)-এর সমস্ত গাড়িতে ভয়েস-অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক সানরুফ পাওয়া যায়।
প্যানোরামিক সানরুফ পাওয়ার পাশাপাশি, Mahindra XUV300 ফেসলিফটে আরও কিছু পরিবর্তন দেখা যাবে। ডিজাইনের ক্ষেত্রেও কিছুটা আধুনিকতা আসবে। মনে করা হচ্ছে নতুন গাড়ির অভ্যন্তরীণ অংশেও কিছু পরিবর্তন করা হতে চলেছে।
আরও পড়ুন- তিন দিন লাইফ সহ Oppo Enco Air 3 Pro ইয়ারফোন ভারতে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
SUV-এর ফ্রন্টফেসিয়া, বাম্পার এবং টেল ল্যাম্প নতুন করে ডিজাইন করা হবে। একটি বড় টাচ-স্ক্রিন ডিসপ্লে এবং উন্নত কানেকটিভিটি অপশন-সহ অত্যাধুনিক ইনফোটেনমেন্ট সিস্টেমও থাকবে এই গাড়িতে।
যদিও, এই নতুন XUV300-এর ইঞ্জিন কনফিগারেশন মূল মডেলের মতো হবে বলেই মনে করা হচ্ছে। এই SUV-এর বর্তমান গাড়িটিতে দু’টি ১.২-লিটার টার্বোচার্জড পেট্রোল এবং একটি ১.৫-লিটার টার্বো ডিজেল ইঞ্জিন পাওয়া যায়৷
এই পাওয়ারট্রেনগুলির কার্যক্ষমতা হল যথাক্রমে ১১০ hp/২০০ Nm, ১৩১ hp/২৫০ Nm এবং ১১৭ hp/৩০০ Nm। তিনটি ইঞ্জিনেই রয়েছে একটি সিক্স-স্পিড ম্যানুয়াল এবং একটি সিক্স-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। যদিও নতুন এই গাড়িটি ATM-এর বদলে একটি টর্ক কনভার্টার ইউনিট রাখবে কি না তা এখনও জানা যায়নি।