কিন্তু এখানেই শেষ নয়। চেন্নাই সুপার কিংস-এর সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে এগিয়ে গেল জিওসিনেমা-ও। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের খেলা সরাসরি আর দেখতে পেরেছেন কজনই বা, কিন্তু জিওসিনেমার ময়দানে উপচে পড়ল আড়াই কোটির ভিড়! সেকেন্ড ইংনিসের ফাইনাল রাউন্ড যখন চলছে, সেই সময়ে লাগাতার আড়াই কোটির ভিউয়ারশিপ ধরে রাখল জিও সিনেমা- একই সঙ্গে নির্দিষ্ট কোনও সময়সীমায় সুবিশাল সংখ্যক দর্শক ধরে রাখার ওয়ার্ল্ড রেকর্ডও গড়ল, যা বিশ্বে এখনও পর্যন্ত আর কোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মের পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি।
advertisement
সেই সঙ্গে নিজেরই পূর্ববর্তী ভিউয়ারশিপের রেকর্ড ভেঙে চুরমার করল জিও সিনেমা। এর আগে, ১৭ এপ্রিল, ২০২৩ তারিখে যখন চেন্নাই সুপার কিংস-এর সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা চলছিল, সেদিন ভিউয়ারশিপ পৌঁছেছিল ২.৪ কোটির ঘরে। এবার ২.৫ কোটির ভিউয়ারশিপ খেলাও নতুন, রেকর্ডও!
জানলে অবাক হবেন অনেকেই যে এই ভিউয়ারশিপের রেকর্ড নিয়ে উত্তেজনা এবং গর্ব- কোনওটাই নিছক বাণিজ্যিক স্তরে সীমাবদ্ধ নয়। নিঃসন্দেহে জিওসিনেমার পক্ষে এই রেকর্ড পরিসংখ্যানের নয়া ভিত্তি রচনা করবে, কিন্তু তা নিয়ে জিওসিনেমার অনুরাগীদের উন্মাদনাও চোখে পড়ার মতো।
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁরা যে সব পোস্ট করেছেন, তা অন্তত সেই সাক্ষ্যই দিচ্ছে।
আরও পড়ুন, রাজনৈতিক রঙ! ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডর প্রশ্নে মুখ খুললেন দাদা
আরও পড়ুন, একটা বাজি ১০০ টাকা, একটি বোম ৫০০ টাকা! অধীরের বিস্ফোরক মন্তব্য
মাইক্রো-ব্লগিং সাইট ট্যুইটারের কথাই যেমন ধরা যাক! ইউজাররা সাফ বলছেন যে একদিনে আড়াই কোটির ভিউয়ারশিপ সম্ভবত ২০১৯ সালের বিশ্বকাপের খেলায় ভারত যখন নিউজিল্যান্ডের কাছে হেরেছিল তখনও দেখা যায়নি। আশা করাই যায় খুব তাড়াতাড়ি নিজের এই আড়াই কোটির রেকর্ডকেও পিছনে ফেলবে জিওসিনেমা।