TRENDING:

এসবিআই গ্রাহকদের সতর্ক করল ব্যাঙ্ক

Last Updated:

ডেবিট কার্ড জালিয়াতিতে উদ্বিগ্ন স্টেট ব্যাঙ্ক ৷ জালিয়াতের ফাঁদ থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করল এসবিআই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ডেবিট কার্ড জালিয়াতিতে উদ্বিগ্ন স্টেট ব্যাঙ্ক ৷ জালিয়াতের ফাঁদ থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করল এসবিআই ৷ গ্রাহকদের উদ্দেশ্যে এসবিআইয়ের বার্তা, ‘কার্ড ব্যবহার করে শুধুমাত্র এসবিআই এটিএম থেকেই টাকা তুলুন ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুরক্ষিত থাকতে এসবিআই এটিএম ব্যবহার করাই শ্রেয় ৷’ একইসঙ্গে এসবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দুসপ্তাহের মধ্যে ছয় লক্ষ গ্রাহকের এটিএম কার্ড বদল করে নতুন কার্ড ইস্যু করবে ব্যাঙ্ক ৷
advertisement

প্রায় ৬.২৫ লক্ষ ডেবিট কার্ড ব্লক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও তার সহযোগী ব্যাঙ্কগুলি ৷ থার্ড পার্টি এটিএমগুলি সন্দেহজনক লেনদেনের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে তা নজরে এসেছে ব্যাঙ্কগুলির ৷ তাই গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

কার্ড হোল্ডারদের আগে থেকে না জানিয়েই কার্ডগুলি ব্লক করে দেওয়া হয়েছে ৷ এরপর ই-মেল ও এসএমএস-র মাধ্যমে তাদেরকে বিষয়টি জানানো হয়েছে ৷ গ্রাহকদের তাদের নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে আবার ডেবিট কার্ডের জন্য আবেদন করতে বলা হয়েছে ৷

advertisement

SBI-র চিফ টেকনলজি অফিসার শিব কুমার ভাসিন জানিয়েছেন, ‘০.২৫ শতাংশ কার্ড ব্লক করা হয়েছে ৷ আমরা জানতে পেরেছি যে গ্রাহকরা এই কার্ডগুলি এমন কয়েকটি এটিএমে ব্যবহার করেছেন যেগুলিতে ভাইরাস রয়েছে ৷ এই এটিএমগুলি হিতাচি পেমেন্ট সার্ভিসেস পরিচালিত হোয়াইট লেভেল এটিএম ৷’ তাই কোনও রকম প্রতারণা বা অপব্যবহার এড়াতে এই কার্ডগুলি ব্লক করা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এবছরের জুলাই মাস পর্যন্ত ২০.২৭ কোটি ডেবিট কার্ড ইস্যু করা হয়েছে ৷ তার মধ্যে ০.২৫ % অথার্ৎ ৫.০৭ লক্ষ কার্ড ব্লক করা হয়েছে ৷ SBI-এর সহযোগী ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের ও জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা ২৫ কোটি ডেবিট কার্ড ইস্যু করেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এসবিআই গ্রাহকদের সতর্ক করল ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল