পান্ডিয়ারা। ঝড়বৃষ্টির জন্য তাঁদের বিমান কলকাতা বিমানবন্দরে নামতে কিছুটা দেরি হয়।
কলকাতার আকাশ সীমায় প্রবেশ করার পরেও নামতে পারল না গুজরাত দলকে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা বেসরকারি সংস্থার বিমান। কারণ, প্রবল ঝড় এবং ব়ৃষ্টি। বেশ কিছুটা সময় আকাশে চক্কর কাটার পর আবহাওয়ার উন্নতি হলে ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিদের বিমানকে নামার অনুমতি দেওয়া হয় কলকাতা বিমানবন্দরের তরফে।
advertisement
ঋদ্ধিমানরা অবশ্য নির্বিঘ্নেই কলকাতায় পৌঁছেছেন। বিমানে উঠে নেট মাধ্যমে ছবি পোস্ট করেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর পাশের আসনেই ছিলেন শামি। দীর্ঘ দিন পর নিজেদের প্রিয় শহরে ফিরে খুশি দুই ক্রিকেটারই। ছবির সঙ্গে নিজের খুশির কথাও লিখেছেন ঋদ্ধিমান।
শুক্রবারই কলকাতায় চলে এসেছে লখনউ সুপার জায়ান্টস। লখনউ দলের কর্ণধার কলকাতার বাসিন্দা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। অর্থাৎ, কলকাতার ছেলের দলের পর শহরে চলে এলেন বাংলার ক্রিকেটাররাও।খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে তার অনেক আগেই গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করতে চাইছে কলকাতা ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার দুপুর একটা পর্যন্ত কোনও মালবাহী গাড়ি ইডেন সংলগ্ন এজেসি বোস রোড, ভিক্টোরিয়া মেমরিয়াল হল সংলগ্ন রাস্তা, ডিএল খান রোডে মালবাহী গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। অকল্যান্ড রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরনীতে কোনও রকম গাড়ি চলাচল করবে না। এই অঞ্চলে গাড়ি পার্কও করা যাবে না।
দক্ষিণ কলকাতা থেকে আসা বাস, মিনি বাস আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহেরু রোড থেকে বেন্টিঙ স্ট্রিট, মিশন রো, মাংগউ লেন, বিবাদি বাগ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।