এদিন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আপনারা খুব ভালো, আপনারা ইতিহাস রচনা করেছেন। আমার শুভেচ্ছা জানবেন আপনাদের পরিবারকে। আমি দেখলাম বাংলার ও অনেক ছেলে এখানে খেলেছেন। তাদের জীবনে একরাশ স্বপ্ন। মোহনবাগান আমাদের এই পথ দেখিয়েছে। সারা দেশের মধ্য আপনারা জিতেছেন। আমি চাই আপনারা আগামী দিনে বিশ্বসেরা হন। বাংলাকে নেগলেক্ট করলে হবে না। বাংলা জয় করতে পারে।আপনারা আরো ভালো খেলুন। আপনারা বাংলার ধ্রুবতারা। আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন।" এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"ফাইনালের দিন সকাল বেলায় আমি স্বপ্নেই দেখেছিলাম মোহনবাগান জিতছে।"
advertisement
আরও পড়ুনঃ মাঠেই স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রোম্যান্স, দেখুন অন্য মুডে আইএসএল চ্যাম্পিয়নদের
মোহনবাগানের প্রশংসা করার পাশাপাশি ইস্টবেঙ্গল নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অপর ক্লাবকে আশা না ছাড়ার বার্তা দেন তিনি। বলেন, "ইস্টবেঙ্গল ভালভাবে দল তৈরি করতে পারেনি। যখন ওরা দল গঠনের কাজ শুরু করছে তখন ওরা খুব দেরি করে ফেলেছে। ওরা টিমটাও ভালোভাবে তৈরি করতে পারেনি। আগামি দিনে ওরাও ভালো করবে।" তবে মুখ্যমন্ত্রী কোন দলের সমর্থক মোহনবাগান ফ্যানেরা জানতে চাইলে সেই উত্তর দেননি। বাংলার ক্রীড়াক্ষেত্রের উন্নতিতে তাঁর সরকারের নানা কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে ফুটবল প্রেমিদের বল ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।