রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ এই ক্লাবের সদস্য ৷ এঁদের প্রত্যেকেরই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১০০০ রান রয়েছে ৷ কোহলি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে ৯৯২ রান করে রেখেছেন ৷ আটটি টেস্ট থেকে এই রান করেছেন কোহলি ৷ অস্ট্রেলিয়ায় বিরাটের সর্বোচ্চ রান ১৬৯ ৷ ২০১৪ সালে মেলবোর্নে এই রান করেছিলেন তিনি ৷ পাঁচটি শতরান সহ তাঁর ব্যাটিং গড় ৬২ আরও রয়েছে দু‘টি অর্ধশতরান ৷
advertisement
তেন্ডুলকরের রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে ১৮০৯ রান, লক্ষ্মণের রয়েছে ১২৩৬ রান, দ্রাবিড়ের রয়েছে ১১৪৩ রান ৷ এবার এই হাজারের এলিট ক্লাবে ঢুকতে বিরাটকে আর করতে হবে ৮ রান ৷
আরও পড়ুন - ব্যালন ডি অরে শেষ হল মেসি-রোনাল্ডো যুগ, নয়া তারকা মদ্রিচ
৬ তারিখ থেকে অ্যাডিলেডে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৷ সেই টেস্টেই এই মাইলস্টোন পেরিয়ে যাবেন বিরাট এমনটাই মনে করছেন বিরাট ফ্যানরা ৷