ম্যাচের পর স্বভাবতই উচ্ছ্বসিত বিজেন্দর ৷ আবেগ ঝরে পড়ে তাঁর গলায় ৷ বিজেন্দর জানান, ‘‘ ১০ রাউন্ড পর্যন্ত যে লড়তে হবে ভাবিনি ৷ অনেক সময় পর দেশের মাটিতে লড়তে নেমে দারুণ লাগছে ৷ এই জয় আমার দেশের জয় ৷ এই একটা ম্যাচ জিততে প্রচুর পরিশ্রম করেছি ৷ পথ চলা সবে শুরু হয়েছে ৷ এখনও অনেক কিছু করতে হবে ৷’’
advertisement
দিল্লির ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে এ দিন বিজেন্দরকে উৎসাহ দিতে দর্শকাসনে উপস্থিত ছিলেন বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, সুরেশ রায়নার মতো ক্রিকেট তারকারা ৷ ছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী এবং রণবীর হুডা, নেহা ধুপিয়াদের মতো বলিউড তারকারাও । ম্যাচ শেষ বিজেন্দরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা ৷
Location :
First Published :
July 17, 2016 12:58 PM IST