ছোটদের বিশ্বকাপে এই নিয়ে নবমবার ফাইনালে ভারত। তারমধ্যে ৫বারের চ্যাম্পিয়ন। এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য জুনিয়র টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত টানা ৬টি ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাকা করেছে। সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাদের কিনারা থেকে হারা ম্যাচ যেভাবে বার করেছেন উদয়-সচিন জুটি তা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এবাপ শুধু লক্ষ্য ‘ক্যাঙারু বধ’ করে ষষ্ঠবার ট্রফি জয়।
advertisement
প্রতিযোগিতায় ভারতীয় দলের ব্যাটিং লাইন দারুণ ফর্মে রয়েছ। একই প্রতিযোগিতায় শতরান রয়েছে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন,সচিন দাশ। ভরসা দিচ্ছেন আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। বিশেষ করে ব্যাটে রান করার পাশাপাশি দলকে সামনে থেকে যোগ্য নেতার মত নেতৃত্ব দিচ্ছেন উদয়। বোলিংয়েও রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি,সউমি কুমার পাণ্ডেরা ছন্দে রয়েছেন। সব মিলিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারত।
আরও পড়ুনঃ Virat Kohli: এর আগে যা কখনও ঘটেনি, এবার সেটাই ঘটল বিরাট কোহলির জীবনে
৩ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে উদয় সাহারানের গলায়। টম স্টার্কার, মাহিল বিয়ার্ডম্যান, কালুম ভিডলার সমৃদ্ধ অজি বোলিং অ্যাটাককে কার্যত হুঙ্কার দিয়েছেন ভারত অধিনায়ক। বলেছেন,”আমরা প্রতিপক্ষ দলের দিকে তাকিয়ে নেই। আমরা নিজের পারফরম্যান্সের উপরেই বেশি করে জোর দিতে চাইছি। প্রতিপক্ষকে সামলাতে আমাদের পরিকল্পনাও তৈরি।”
এছাড়াও উদয় সাহারন বলেছেন”আমাদের দল যথেষ্ট আত্মবিশ্বাসে। ড্রেসিংরুমের পরিবেশও ভাল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার সুযোগ একবারই আসে। তাই আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাইনা। দেশবাসীকে বল আমাদের উপর ভরসা রাখুন, আমাদের পাশে থাকুন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে ও ষষ্ঠবার চ্যাম্পিয়ন হতে তৈরি আমরা।”