দলের একমাত্র জয় এসেছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। সপ্তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৫ রানে হেরেছে ফাফ ডুপ্লেসির আরসিবি। পরিস্থিতি এখন যা তাতে আরসিবির আইপিএল থেকে ছিটক যাওয়ার সম্ভাবনা প্রবল।
সানরাইজার্স তাদের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেটে ২৮ রান করে। এটি আইপিএলের ইতিহাসে যেকোনো দলের সবচেয়ে বড় স্কোর। নিজেদের রেকর্ড ভেঙেছে তারা। চলতি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স ২৭৭ রান করেছিল।
advertisement
আরও পড়ুন- তৃতীয় বিশ্বযুদ্ধ কবে? ৫০০ বছরের পুরনো ভবিষ্যদ্বাণী, সত্যি হলে দুনিয়া শেষ!
সানরাইজার্সের দেওয়া ২৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবি দারুণ লড়াই করে। ২০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে তারা। দলের সম্মান বাঁচান দীনেশ কার্তিক। ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি।
এই হারের পর আরসিবি পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে। তাদের ঝুলিতে আছে মাত্র ২ পয়েন্ট। ফলে আরসিবির জন্য আইপিএল প্লে অফে পৌঁছানো খুবই কঠিন।
আরসিবি-র ক্রমাগত পরাজয়ের কারণে দারুণ ক্ষুব্ধ ভারতীয় টেনিস খেলোয়াড় মহেশ ভূপতি। তিনি বিসিসিআই-এর কাছে আরসিবি দলটাকে অন্য কোনও মালিকের কাছে বিক্রি করার দাবি জানিয়েছেন।
কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিশ্বাস করেন, নতুন মালিকের আগমনের পরেই ফ্র্যাঞ্চাইজিতে সবকিছু ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন- বাজারে কেন বেশিরভাগ ১০ টাকার নোট ছেঁড়া, নোংরা? জানা গেল ‘বড়’ কারণ
মহেশ ভূপতি এক্স-এ লিখেছেন, “খেলা, আইপিএল, ভক্ত এমনকী খেলোয়াড়দের স্বার্থে, আমি মনে করি বিসিসিআইয়ের আরসিবিকে বিক্রি করা উচিত। দলের একজন নতুন মালিক প্রয়োজন। নতুন মালিক দলকে আরও ভাল স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি হিসেবে গড়ে তুলবে।”
আরসিবির বোলার ছাড়াও এই মরসুমে দলকে হতাশ করেছেন ব্যাটসম্যানরাও। বিরাট কোহলি ও দীনেশ কার্তিক ছাড়া কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি।