TRENDING:

ভারত-পাকিস্তান ম্যাচের আগে 'মুখোমুখি' গাভাসকর-বাবর, বিশেষ উপহারও পেলেন পাক অধিনায়ক

Last Updated:

গত ১৫ অক্টোবর জন্মদিন গিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। পিসিবি তরফে থেকে আয়োজিত পার্টিতে সাক্ষাৎ হল সুনীল গাভাসকর ও বাবর আজমের। সানির কাছ থেকে পেলেন গুরুত্বপূর্ণ টিপস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। যেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। মেগা ম্যাচের আগে নিজের ২৮ তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ উপহার পেলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। উপহার দিলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। একইসঙ্গে সানির কাছ থেকে বিশেষ টিপসও পেলেন পাক অধিনায়ক।
advertisement

গত ১৫ অক্টোবর জন্মদিন ছিল বাবর আজমের। পাক তারকার জন্মদিন আইসিসির তরফ থেকেও পালন করা হয়েছিল। টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়কদের নিয়ে কেক কাটা হয়েছিল। এবার পাকিস্তান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সুনীল গাভাসকরকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই যান সুনীল গাভাসকর।

advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে সুনীল গাভাসকর ও বাবর আজমের সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।  ক্যাপশনে পিসিবির তরফে লেখা হয়,'সুনীল গাভাসকরের সঙ্গে বাবর আজমের সাক্ষাৎ।' ভিডিও-তে দেখা যায়, বাবরের হাতে অটোগ্রাফ দেওয়া টুপি তুলে দিচ্ছেন সুনীল গাভাসকর। একইসঙ্গে টিপস দিতে গিয়ে বলেন,'শট সিলেকশনটা দেখে শুনে করতে হবে। তা হলেই কোনও সমস্যা নেই। পরিস্থিতি অনুযায়ী শট বাছাই করতে হবে।'

advertisement

শুধু বাবর আজম নয়, পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও খোশ মেজাজে কথা বলেন সুনীল গাভাস্কর। তারাও কিংবদন্তী ক্রিকেটারের থেকে ক্লাস উপভোগ করেন। পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফের এক মরসুমে করা ১৭৮৮ রানের প্রশংসা করেন সানি। পিসিবির শেয়ার করা এই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় মুহর্তের মধ্যে ঝড় তোলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

প্রসঙ্গত, সোমবার ভারত ও পাকিস্তান দুই দলই ব্রিসবেনে দুটি অনুশীলন ম্যাচ খেলে। তবে আলাদা আলাদা দলের বিরুদ্ধে। একদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৬ রানে ম্যাচ জেতে ভারতীয় দল। অপরদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হয়েছে পকিস্তানকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভারত-পাকিস্তান ম্যাচের আগে 'মুখোমুখি' গাভাসকর-বাবর, বিশেষ উপহারও পেলেন পাক অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল