স্পেন: ১ (মোরাতা- ৭')
#প্যারিস: ডিফেন্সের ভুল। আর তাতেই হার। ইউরোয় কঠিন চ্যালেঞ্জের সামনে স্প্যানিশ আর্মাডারা। প্রি-কোয়ার্টারে এবার স্পেনের প্রতিপক্ষ ইতালি। সব ঠিক চললে কোয়ার্টারে জার্মানি ও সেমি ফাইনালে আয়োজক দেশ ফ্রান্সের সামনে পড়তে হতে পারে লা রোজাকে।
স্বপ্নের দৌড় শেষ স্প্যানিশদের। ক্রোটদের বিরুদ্ধে ২-১ গোলে হেরে ইউরোর শেষ ষোলোতে আজুরিদের সামনে ইনিয়েস্তারা। গ্রুপের প্রথম দুই ম্যাচে সহজ জয়ের পর তৃতীয় ম্যাচেই হোঁচট খেতে হল মঙ্গলবার। নক আউটের শুরুতেই তাই কঠিন চ্যালেঞ্জের সামনে স্প্যানিশরা।
advertisement
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অবশ্য শুরুটা ভালোই করেছিলেন ইনিয়েস্তা, দাভিদ সিলভারা। নিজেদের অর্ধ থেকে ছোট ছোট পাসে দ্রুত পৌঁছে যাওয়া প্রতিপক্ষের বক্সে। এভাবেই ম্যাচের সাত মিনিটে ফ্যাব্রেগাসের বাড়ানো বল থেকে একটি গোলও তুলে নেন মোরাতা। স্কোরলাইন তখন স্পেন ১। ক্রোয়েশিয়া ০। কিন্তু তারপরেই ধীরে ধীরে বদলে যায় ম্যাচের রং ৷
কাউন্টার অ্যাটাকে ম্যাচে ফেরার চেষ্টায় ছিল ক্রোটরাও। র্যামোসের ভুলে পেরিসিচের সেন্টার থেকে ক্রোয়েশিয়াকে ম্যাচে ফিরিয়ে দেন নিকোলা কালিনিচ।
দ্বিতীয়ার্ধে আবারও ভুল করেন র্যামোস। স্প্যানিশ অধিনায়কের পেনাল্টি নষ্টের খেসারত দিতে হয় লা রোজাকে। ৮৭ মিনিটে জয়সূচক গোল পেরিসিচের।
তিন ম্যাচে ছয় পয়েন্টে গ্রুপ রানার্স হয়ে ইউরোর প্রি কোয়ার্টারে গত দু’বারের চ্যাম্পিয়নরা। সামনে দে রোসি, পেলের ইতালি। এখানেই শেষ নয়, সব ঠিক চললে কোয়ার্টারে অপেক্ষা জার্মানির। সেমি ফাইনালে ফ্রান্স। স্রেফ একটা ম্যাচ হেরেই ইউরো কঠিন করে ফেললেন ইনিয়েস্তা, সিলভা, মোরাতারা।
Photos Courtesy-AFP/Getty Images