দলীপ ট্রফিতে ওয়েস্ট জোন দলের অধিনায়কত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রেয়স আইয়ার। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আইয়ারকে এই দায়িত্ব দেওয়ার কথা ভাবলেও, তিনি জাতীয় দলে সম্ভাব্য ডাকের অপেক্ষায় প্রস্তাবটি নাকচ করেন। ধারণা করা হচ্ছিল, ২০২৫ এশিয়া কাপে ভারতীয় দলে ডাক পেলে তাঁর দলীপ ট্রফিতে খেলা সম্ভব হবে না। তবে শেষ পর্যন্ত ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় শ্রেয়সের এই সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে।
advertisement
আইয়ার সম্প্রতি ব্যান্ড্রা-কুরলা কমপ্লেক্সের ইনডোরে ব্যক্তিগত কোচ প্রবীণ আমরের অধীনে সাদা বলে অনুশীলনে ব্যস্ত ছিলেন। তিনি আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন—১৭৫ স্ট্রাইক রেটে ৬০০-এর বেশি রান করে পঞ্জাব কিংসকে দ্বিতীয়বার ফাইনালে তুলেছিলেন। আগের বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। তা সত্ত্বেও শ্রেয়স এশিয়া কাপের মূল দল বা রিজার্ভে জায়গা না পাওয়ায় অনেকেই বিস্মিত।
প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিক সম্মেলনে আইয়ারকে “অভাগা” আখ্যা দিলেও জানান, দলের মিডিল অর্ডার ইতিমধ্যেই স্থায়ী হওয়ায় তাঁর জন্য জায়গা ছিল না। এমসিএ-র প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর, ওয়েস্ট জোন সিলেকশন কমিটির চেয়ারম্যান সঞ্জয় পাটিল শার্দুল ঠাকুরকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেন। ঠাকুর সানন্দে এই দায়িত্ব গ্রহণ করেন এবং দলের নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানান।
দলীপ ট্রফির সেমিফাইনাল ম্যাচটি হবে ৪ থেকে ৭ সেপ্টেম্বর, ব্যাঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স-এ। অন্যদিকে, ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। যেখানে ভারতের প্রথম ম্যাচ ১০ তারিখে ইউএই-এর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আইয়ারের সিদ্ধান্ত ঘরোয়া ক্রিকেট ও জাতীয় দলের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।