টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে প্রস্তুতি ছাড়াও বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যেই নিঃশব্দে শুরু হয়েছে। সাদা বলে বিশ্বকাপের জন্য এনসিএতে একটা প্রস্তুতি ইতিমধ্যেই চলছে।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের জন্য কুড়ি-বাইশ জনের একটা প্রাথমিক স্কোয়াড বেছে রাখা হচ্ছে বলে খবর। সেখানেই খবর, শিখর ধাওয়ান বিশ্বকাপ ভাবনায় ঢুকে পড়েছেন।
আরও পড়ুন- আইপিএল শেষ, কিছুদিন ক্রিকেট থেকে ছুটি! ‘দাদা’ আবার লন্ডনে মেয়ে সানার কাছে
advertisement
বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে যে শুভমান গিল ওপেন করবেন, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। তৃতীয় ওপেনার হিসাবে প্রাথমিকভাবে শিখরকে ভাবনায় রাখা হয়েছে। কারণ লোকেশ রাহুল খুব সম্ভবত মিডল অর্ডারে ব্যাট করবেন।
অন্তত এখনও পর্যন্ত সেরকমই ভাবনা রয়েছে। যদিও আলোচনায় যশস্বী জয়সওয়ালের নামও রয়েছে। তবে শেষ পর্যন্ত হয়তো অভিজ্ঞতার বিচারে দিল্লির ব্যাটার সুযোগ পেতে পারেন। ঋষভ পন্থ চোট সারিয়ে পুরো সুস্থ হয়ে আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটা নিয়ে ভালরকম অনিশ্চয়তা রয়েছে।
যদিও ঋষভ মনে করছেন, আগামী তিন-চার মাসের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন। সেটা হলে এরকম। না হলে এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে লোকেশ রাহুলকেই উইকেটকিপারের ভূমিকায় দেখা যাবে। আর কেএল খুব সম্ভবত মিডল অর্ডারে ব্যাট করবেন।
তাই রোহিত আর শুভমানের পর তৃতীয় ওপেনার হিসাবে শিখরকেই আপাতত ভেবে রাখা হয়েছে বলেই বিসিসিআই সূত্রে খবর।ধাওয়ান সম্প্রতি ভারতীয় ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি টিমে না থাকলেও বোর্ডের বার্ষিক চুক্তিতে তাঁকে রাখা হয়েছে।
আরও পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই সৌরভ, নিউজ18 বাংলার খবরে সিলমোহর
বোর্ডের একাংশের মতামত, শিখর বিশ্বকাপের ভাবনায় রয়েছেন বলে, তাঁকে চুক্তির তালিকায় রাখা হয়েছে। আসলে রোহিত কিংবা শুভমানের বিকল্প হিসাবে শিখর ছাড়া কাউকে পাওয়া যাচ্ছে না।
ঈশান কিষাণকে মাঝে ভাবা হয়েছিল। ওয়ান ডে ডাবল সেঞ্চুরিও হয়েছে ঋাড়খণ্ডের এই তরুণ উইকেটকিপারের। কিন্তু তার পরবর্তী সিরিজগুলোতে এমন কিছু করতে পারেননি যে টিম ম্যানেজমেন্টকে খুব সস্তুষ্ট করেছে।
তাছাড়া অনেকেই মনে করছেন বিশ্বকাপে তৃতীয় ওপেনার হিসাবে ঈশানকে ভাবা হলে, সেটা ঝুঁকির হয়ে যেতে পারে। বরং শিখরের উপর একটা মহলের ভালরকম আস্থা রয়েছে।
তাছাড়া আইসিসি টুর্নামেন্টে ভারতীয় ওপেনারের রেকর্ড বরাবরই খুব ভাল। এবার আইপিএলেও দারুণ ছন্দে ছিলেন। তাছাড়া প্রচণ্ড অভিজ্ঞ। কোন পরিস্থিতিতে কী করতে হবে, সেটা শিখর খুব ভাল রকম জানেন।
বিশ্বকাপের চাপ সামলানোর ক্ষমতা রয়েছে। সবমিলিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপের ভাবনায় যে শিখর ভালরকম রয়েছে, সেটা বলে দেওয়াই যায়।