TRENDING:

সঞ্জীব গোয়েঙ্কা আঙুল তুলে গেলেন ঋষভ পন্থের দিকে! IPL-এ আবার 'কেএল রাহুল কাণ্ড'

Last Updated:

ম্যচ শেষে গোয়েঙ্কা মাঠে এসে কথা বলেন ঋষভ পন্থের সঙ্গে। স্কোরবোর্ডে কম রানই হারের কারণ বলে ম্যাচের পর নিজেই স্বীকার করেছেন পন্থ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২০২৪ নভেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামে সঞ্জীব গোয়েঙ্কা ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার বানিয়েছিলেন। এত বড় জ্যাকপট পাওয়ার পরও ঋষভ পন্থের দায়িত্বজ্ঞানহীন খেলা অব্যাহত রয়েছে। ২৭ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে ঋষভ পন্থ এখনও পর্যন্ত মোট ২৭ রানও করতে পারেননি।
News18
News18
advertisement

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে 0 রানে এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১৫ রানে আউট হন। পন্থ গত রাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পাঁচ বলে মাত্র ২ রান করেছিলেন। ঋষভ পন্থকে আউট করার পর যখন ক্যামেরাম্যান মাঠে উপস্থিত সঞ্জীব গোয়েঙ্কার দিকে ফোকাস করে, তখন দেশের এই বড় শিল্পপতির মুখে দেখা যায় বিষন্নতা।

advertisement

আরও পড়ুন- লখনউকে ফুঃ দিয়ে উড়িয়ে ধামাকা জয় পঞ্জাবের, শ্রেয়সের নেতৃত্বে ছুটছে দল, KKR কামড়াচ্ছে

ম্যাচ শেষে গোয়েঙ্কা মাঠে এসে কথা বলেন ঋষভ পন্থের সঙ্গে। স্কোরবোর্ডে কম রানই হারের কারণ বলে ম্যাচের পর নিজেই স্বীকার করেছেন পন্থ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ কোনওভাবে মাত্র ১৭১ রানে পৌঁছতে সক্ষম হয়।

advertisement

নিকোলাস পুরানের ৪৪ রান এবং আয়ুশ বাদোনির ৪১ রানের সাহায্যে সুপার জায়ান্টস সাত উইকেটে ১৭১ রান করে। ডেথ ওভারে আবদুল সামাদের (২৭) সঙ্গে ষষ্ঠ উইকেটে মাত্র ২১ বলে ৪৭ রান যোগ করে দলের স্কোর ১৭০ রানের বাইরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাদোনি।

আরও পড়ুন- ৩ কোটি ২০ লাখ টাকা জলে! হিট ক্রিকেটার IPL-এ ফ্লপ, এবার ছেঁটে ফেলবে SRH

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জবাবে পঞ্জাব কিংস মাত্র ১৬.২ ওভারে দুই উইকেটে ১৭৭ রান করে একতরফা জয় পায়। প্রভসিমরান সিং ৩৪ বলে তিন ছক্কা ও নয়টি চারের সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেন। তিনি অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাছ থেকে ভাল সমর্থন পেয়েছেন। ৩০ বলে চারটি ছক্কা এবং তিনটি চারের সাহায্যে ৫২ রান করেন। দ্বিতীয় উইকেটে দুজনের মধ্যে ৮৪ রানের জুটি গড়ে ওঠে। আইয়ারের সাথে নিহাল ভাধেরার (৪৩ অপরাজিত, ২৫ বল, চারটি ছক্কা, তিনটি চার) তৃতীয় উইকেটে ৬৭ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জিততে সাহায্য করে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সঞ্জীব গোয়েঙ্কা আঙুল তুলে গেলেন ঋষভ পন্থের দিকে! IPL-এ আবার 'কেএল রাহুল কাণ্ড'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল