ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে পিচে ব্যাট করা সচিন ব্যাকফুটে গিয়ে নিউজিল্যান্ডে বোলার অফ সাইডে একটি দারুণ চার মারেন৷ এটাই যথেষ্ট নয়, শর্টের টাইমিং এত জবরদস্ত ছিল কিন্তু বিপক্ষের দলে ক্রিকেটারের কাছে কোনও জবাব ছিল না৷ সচিনাইট নামের এক ট্যুইটার ইউজার লেখেন What is Class?
ম্যাচের নিউজিল্যান্ড টসে জিতে ভারত প্রথমে ব্যাট করতে ডেকেছিল৷ ভারতের পক্ষ থেকে সচিন তেন্ডুলকর এবং নমন ওঝা ময়দানে ওপেনিংয়ে নামেন৷
কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ থামিয়ে দিতে হয়৷ এই অবস্থায় ভারতের স্কোর ৫.৫ ওভারে এক উইকেটের লোকসানে ৪৯ রান করেছিলেন৷ সচিন ১৩ বলে ৪ টি চারের সাহায্যে ১৯ রান স্কোর করে খেলছিলেন, কিন্তু সুরেশ রায়না ৭ বলে ১ টি ছক্কার সাহায্যে ৯ স্কোর করে অপরাজিত থাকে৷ ভারতের একমাত্র উইকেট চতুর্থ ওভারে পঞ্চম বলে নমন ওঝা আউট হয়ে যান৷ প্রথমে ১৫ বলে ২ চার এবং ১ টি ছক্কা-র সাহায্যে ১৮ রান৷