TRENDING:

Sachin Tendulkar On Virat Kohli: বিরাট নিজের ১০০% দেয়, বিরাটের ইস্তফায় সচিনের ট্যুইট

Last Updated:

বিরাটের এই অধিনায়ক পদ থেকে ইস্তফার (Virat Kohli Resigns) ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য করছেন৷ সচিন তেন্ডুলকরও নিজের ট্যুইটার হ্যান্ডেল মন্তব্য করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিরাট কোহলির হঠাৎ ইস্তফা ঘিরে গোটা ক্রিকেট দুনিয়ায় আলোড়ন৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের একদিন পরে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন কোহলি৷ এখন তিনি শুধুমাত্র ক্রিকেটার হিসেবে খেলবেন৷ বিরাট কোহলির অধিনায়ক থেকে পদত্যাগের পর পুরো ক্রিকেট দুনিয়া বাকরুদ্ধ৷ একের পর ক্রিকেটার সকলেই বিরাটের এই অধিনায়ক পদ থেকে ইস্তফার (Virat Kohli Resigns) ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্য করছেন৷ সচিন তেন্ডুলকরও নিজের ট্যুইটার হ্যান্ডেল মন্তব্য করেছেন৷
Sachin Tendulkar on Virat Kohli- Photo- AFP
Sachin Tendulkar on Virat Kohli- Photo- AFP
advertisement

নিজের ট্যুইটার হ্যান্ডেলে (Sachin Tendulkar on Virat Kohli) তিনি লিখেছেন,

‘‘Congratulations on a successful stint as a captain,

@imVkohli You always gave 100% for the team and you always will. Wishing you all the very best for the future.’’- অর্থাৎ ‘‘অধিনায়ক হিসেবে সফল পর্বের জন্য অভিনন্দন৷ বিরাট কোহলি তুমি দলের জন্য সব সময় ১০০ শতাংশ দিয়েছ, তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা৷’’

advertisement

বিরাট ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রায় এক মাস পর বিরাট (Virat Kohli) প্রসঙ্গে মন্তব্য করলেন বোর্ড প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে নাম না করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে একপ্রকার মিথ্যেবাদী বলেছিলেন টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের পর সৌরভ সহ ভারতীয় বোর্ড কর্তারা বিরাটকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করেন। সংবাদমাধ্যমে সৌরভ সে কথা জানান। বিরাট স্পষ্ট করে দেন বোর্ডের তরফ থেকে টি-টোয়েন্টিতে অধিনায়ক চালিয়ে যাওয়ার জন্য কোন অনুরোধ আসেনি (Sourav Ganguly on Virat Kohli)।

advertisement

শনিবার আচমকাই টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ঘোষণা করেন কোহলি। তবে যাঁর হাত থেকে ব্যাটন তাঁর কাছে এসেছিল সেই এম এস ধোনির প্রতি কৃতজ্ঞতা জাহির করতে ভুললেন না বিরাট। নেতৃত্ব ছেড়ে ধোনির প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।

বিরাট কোহলিকে নিয়ে পোস্ট করলেন স্যার ভিভিয়ান রিচার্ডস। ক্যারিবিয়ান কিংবদন্তি লিখেছেন, বিরাট তোমায় শুভেচ্ছা যেভাবে অধিনায়কত্ব সামলেছ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তুমি যা অর্জন করেছ তার জন্য গর্বিত হতে পার। আমি নিশ্চিত তোমার নাম বিশ্ব ক্রিকেটের সেরা নেতাদের সঙ্গেই থাকবে একই সারিতে। আশা করি ভবিষ্যত আনন্দদায়ক হবে। কোন দ্বিধা নেই বিরাট কোহলির বোলারদের ওপর দাপট দেখানোর ধরন দেখে অনেকেই তাকে স্যার ভিভের সঙ্গে তুলনা করতেন। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি নিজেও পছন্দ করতেন বিরাটকে। বিশেষ করে বোলারদের বিরুদ্ধে মাথায় চড়তে না দেওয়ার মানসিকতার জন্য কোহলি তার পছন্দের ছিলেন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar On Virat Kohli: বিরাট নিজের ১০০% দেয়, বিরাটের ইস্তফায় সচিনের ট্যুইট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল