TRENDING:

ধাক্কা-ধাক্কি থেকে চর-ঘুষি! বাংলাদেশের ব্যাটারকে মাঠেই প্রহার দক্ষিণ আফ্রিকার স্পিনারের!ভাইরাল ভিডিও

Last Updated:

SA vs BAN: ক্রিকেট মাঠে অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের এমার্জিং দলের টেস্ট ম্যাচে যা ঘটল তা ছাপিয়ে যেতে পারে ক্রিকেটের অনেক অপ্রীতিকর ঘটনাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রিকেট মাঠে অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের এমার্জিং দলের টেস্ট ম্যাচে যা ঘটল তা ছাপিয়ে যেতে পারে ক্রিকেটের অনেক অপ্রীতিকর ঘটনাকে। ধাক্কা-ধাক্কি থেকে চর-ঘুষি বাদ গেল না কোনও কিছুই। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
News18
News18
advertisement

মিরপুরে চলছে বাংলাদেশ ইমার্জিং টিম এবং সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের মধ্যে চার দিনের টেস্ট ম্যাচ। প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়। কিন্তু দ্বিতীয় দিনে ক্রিকেট মাঠে তুমুল মারপিঠ দেখল ক্রিকেট বিশ্ব। প্রোটিয়া বোলার শেপো এনতুলির ওভারে ছয় মারেন বাংলাদেশের টেলেন্ডার ব্যাটার রিপন মণ্ডল।

টেলেন্ডারের হাতে ছয় খেয়ে মেনে নিতে পারেননি এনতুলি। সোজা এগিয়ে গিয়ে রিপনকে ধাক্কা মারেন প্রোটিয়া অফ স্পিনার। গালিগালিজও করেন বলে অভিযোগ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন রিপন। কিন্তু এনতুলিকে থামানো যায়নি। সোজা গিয়ে ঘুষি মারেন। অন্যান্য ক্রিকেটাররা এসেও সহজে থামাতে পারেননি প্রোটিয়া স্পিনারকে।

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG: ইংল্যান্ড সফরের আগে খারাপ খবর! খেলবেন না নতুন অধিনায়ক? কী হল গিলের? বড় আপডেট

লড়াই এখানেই শেষ হয়নি। তিন বল পরে, রিপন বোলারের দিকে ডেলিভারিটি রক্ষা করার পর, এনটুলি ব্যাটসম্যানের দিকে বল ছুঁড়ে মারেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ঘটনায় দুই ক্রিকেট বোর্ডই রিপোর্ট তলব করেছে। শাস্তি হওয়াটা একপ্রকার পাকা পোর্টিয়া তরুণ স্পিনারের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ধাক্কা-ধাক্কি থেকে চর-ঘুষি! বাংলাদেশের ব্যাটারকে মাঠেই প্রহার দক্ষিণ আফ্রিকার স্পিনারের!ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল