২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ১১ মাস পর আইপিএলের মঞ্চে টি-২০ ক্রিকেটে ব্যাট হাতে নেমেছিলেন হিটম্যান। কিন্তু শুরুটা ভাল হয়নি। চার বল খেলে খাতা না খুলেই খালিল আহমেদের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরত যেতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ককে।
সিএসকের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে সর্বাধিক শূন্য রানে আউট হওয়া ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এলেন তিনি। এই নিয়ে মোট ১৮ বার আইপিএলে গোল্ডেন ডাক করলেন রোহিত শর্মা। সমসংখ্যক শূন্যরান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিকের।
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: রূপ ও যৌবনের আগুনে পুরে হবেন ছারখার! আইপিএলের গ্ল্যামার আরও বাড়াচ্ছেন ৫ লাস্যময়ী
প্রসঙ্গত, সিএসেক বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। সর্বোচ্চ ৩১ রান করেন সূর্যকুমার যাদব। রান তাড়া করচে নেমে রুতুরাজ গায়কোয়াড়ের ঝোড়ো ৫৩ ও রাচিন রবীন্দ্রর লড়াকু ৬৫ রানের ইনিংসের সৌজন্যে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে সিএসকে।