বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দখলের উত্তেজক লড়াই। তার জন্য রবিবারই ওভালে অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া। প্রচারমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটারদের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। লড়াই করে টিকে থাকতে পারলেই আসবে রান। ২০২১ সালের ইনিংস আমাকে বুঝিয়েছে যে এখানে কখনই সেট হয়ে যাওয়া সম্ভব নয়।
advertisement
কারণ, আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল। ফলে সবসময় মনোসংযোগ ধরে রাখা জরুরি। কখন আক্রমণাত্মক থাকা দরকার আর কখন রক্ষণাত্মক, এই উপলব্ধিটা নিজে থেকেই আসবে। নিজের শক্তিটা কোথায়, এটাও বুঝে ফেলা দরকার। আইপিএলে প্রায় দু’মাস কুড়ি ওভারের ফরম্যাটে খেলার পর টেস্টে মানিয়ে নেওয়ার কাজটা কত কঠিন?
হিটম্যানের উত্তর, মানসিকভাবে তৈরি থাকতে হবে। প্রয়োজন অনুসারে বদলাতে হবে টেকনিকও। নিজেকেই বুঝতে হবে, কোথায় ভুল হচ্ছে। অবশ্য বছরের পর বছর ধরে আমরা এটাই করে চলেছি। তাতেই এসেছে সাফল্য। এখন তরুণদেরও সেই কথা বোঝানোর চেষ্টা করছি।
রোহিতের কাছে টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট। তাঁর কথায়, এটা প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায়। গত তিন-চার বছর ধরে টেস্টে আমরা সাফল্য পেয়েছি। এবার শেষ হার্ডল টপকানোর সময় এসেছে। সহজাত মেজাজে খেলার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগানো হচ্ছে তরুণদের।