আরও পড়ুন: পন্থকে ২৭ কোটি টাকা দিয়েছেন, প্রতি বলে কত টাকা দিলেন সঞ্জীব গোয়েঙ্কা, ঘুম আসছে না রাতে
কিন্তু,আঠারো বছর পথচলা শেষ হতে চলেছে এই ট্রফির। আর বোর্ডের এমন সিদ্ধান্তে মন খারাপ শর্মিলা ঠাকুরের। এই প্রসঙ্গে বলিউড সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী, তিনি বলেন, “ব্যক্তিগতভাবে বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে, সইফের কাছে ইসিবির তরফে একটি চিঠি এসেছে। সেখানে পতৌদি ট্রফি বন্ধ হওয়ার কথা জানান হয়েছে। এবার বিসিসিআই যদি টাইগারের (মনসুর আলি খান) উত্তরাধিকার মনে রাখতে চায় বা না চায়, তবে সেটা একান্তই তাঁদের সিদ্ধান্ত”।
advertisement
আরও পড়ুন: সঞ্জীব গোয়েঙ্কা আঙুল তুলে গেলেন ঋষভ পন্থের দিকে! IPL-এ আবার ‘কেএল রাহুল কাণ্ড’
প্রসঙ্গত, পতৌদি ট্রফি বন্ধ হওয়ার কথা সামনে আসতেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এই পদক্ষেপকে ভাল চোখে দেখেননি। আবার অনেকেই একে দেখছেন পটৌডির স্মৃতিচিহ্ন মুছে ফেলার পদক্ষেপ হিসাবে।
আরও পড়ুন: পন্থকে ২৭ কোটি টাকা দিয়েছেন, প্রতি বলে কত টাকা দিলেন সঞ্জীব গোয়েঙ্কা, ঘুম আসছে না রাতে
সূত্রের খবর, একটা সময়ের পর যে কোনও ট্রফির নাম বদল করতে হয়, এক্ষেত্রেও হয়ত তেমনটাই হতে চলেছে। উল্লেখ্য, ২০০৭ সালে ইংল্যান্ডের টেস্ট অভিষেকের ৭৫তম বর্ষ উপলক্ষে এই ট্রফি প্রথমবার আত্মপ্রকাশ করে। সেই বছর ইংল্যান্ডে গিয়ে পতৌদি ট্রফি জিতেছিল ভারত। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের উদ্যোগে ট্রফিটির নামকরণ হয়। এই ট্রফির পিছনে পতৌদির নাম জোড়ার প্রধান কারণ হল ইফতিকার আলি খান পটৌডি ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই হয়ে খেলেছিলেন। তাঁরই যোগ্য উত্তরসূরি ছিলেন মনসূর আলি খান পতৌদি। যিনি ভারতীয় দলকে দীর্ঘ সময় নেতৃত্বও দেন।