সোনাক্ষী ও শাহিদ কাপুরের আর রাজকুমার ছবির গানে কোহলি দুর্দান্ত নেচেছিলেন সেটিই দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ফের সোশ্যাল মিডিয়ায় ৷ মাঠ হোক বা মাঠের বাইরে বিরাট কোহলি সর্বদাই সুপারহিট ও সুপারফিট ৷ বর্তমানে সেই পুরনো ভিডিও অর্থাৎ ২০১৬-র ভিডিও দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
ভারতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাভাসকর ও বর্ডার ট্রফি চলছে আপাতত সিরিজে ভারত ২-০-তে এগিয়ে আছে ৷
আরও পড়ুন: Birbhum Crime|| গুদামে থরে থরে সাজানো ওগুলো কী! পুলিশ-আবগারি বিভাগের যৌথ অভিযান ব্যাপক চাঞ্চল্য
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে ইনিংস ও ১৩২ রানে জিতেছিল দ্বিতীয় টেস্টে দিল্লিতেও হারের মুখোমুখি অস্ট্রেলিয়া, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাট বড় রানের মুখ দেখেননি ৷ আগামী ১ মার্চ থেকে ইনদওর ও ৯ মার্চ ২০২৩ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ ৷