আরও পড়ুন - আফ্রিকান সিংহদের মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের বাঘেরা, হুঙ্কার সাকিবের
এমনকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রূপা পাওয়ার জন্য ও নিরাজকে অভিবাদন জানান কোহলি।এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়ের জন্য কোহলিকে শুভেচ্ছা বার্তা জানান নীরজ চোপড়া। নিজের সোশ্যাল মিডিয়া সাইটে নিরাজ লেখেন কোহলিকে রাজা হয়তো এই জন্যই বলা হয়। কি অসাধারণ জয়!
advertisement
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুপার টুয়েলভ রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পিছনে মুখ্য ভূমিকা রয়েছে বিরাট কোহলির। তার ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস ভারতের জয় এনে দিতে সাহায্য করেছিল। এই অসাধারণ ইনিংসের সৌজন্যে বিরাট টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন এদিন।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে, বিরাট কোহলি ৬০৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থান করছিলেন। বিরাট কোহলির ৩৩ নম্বর থেকে নবম স্থানে পৌঁছতে মাত্র কয়েক মাস লেগেছে। বিরাট যে ফর্মে আছেন, সেই ফর্মে ধরে রাখতে পারলে শীঘ্রই তিনি প্রথম পাঁচের মধ্যে উঠে আসবেন। এখন ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছেন বিরাট কোহলি।
অন্য দিকে ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ২ নম্বর স্থান হারিয়ে ফেলেছেন। তাঁকে টপকে গিয়ে ২ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তিন নম্বরে নেমে গিয়েছেন স্কাই। সূর্য ৮২৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে সূর্যকুমার ও বিরাট ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই।