আরও পড়ুন: অলিম্পিক্স উদ্বোধনের আগে ফ্রান্সে বড়সড় নাশকতা! বিপর্যস্ত রেল পরিষেবা
প্যারিস থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তুরস্কে তিনি ব্যক্তিগত কোচের কাছে অনুশীলন নিচ্ছেন। ভারতের মোট ১১৭ জন প্রতিযোগীর মধ্যে নীরজ চোপড়ার থেকে একটি সোনা পাওয়ার জন্য মুখিয়ে আছেন গোটা ভারতবাসী। এই জন্যই নিজেকে অনুশীলনে একদম ডুবিয়ে দিয়েছেন বলে তাঁর ব্যক্তিগত কোচ জানিয়েছেন। চলতি বছরে কোনও বড় প্রতিযোগিতায় নামেননি নীরজ। যতটা সম্ভব চোট আঘাত এড়িয়ে চলার চেষ্টা করছেন। নিজেকে প্যারিস অলিম্পিক্সে মেলে ধরার জন্য তিনি যে কতটা মরিয়া তা তাঁর কোচের সোশ্যাল মিডিয়ায় ভাগ করা ভিডিওতেই দেখা যাচ্ছে।
advertisement
আগামী ৬ অগাস্ট অলিম্পিক্সে জ্যাভ্লিন থ্রোয়ের যোগ্যতা নির্ণায়ক পর্ব। ফাইনাল হবে ৮ই অগাস্ট। নিজের সবটা দিয়ে স্বর্ণপদক আনতে মরিয়া নীরজ। ভারতবাসীরাও বুক বাঁধছেন। অলিম্পিক্সে আবারও একটা সোনা পাওয়ার।