এখনকার নিয়ম অনুযায়ী, আউট হলেই কেবল কোমরসমান উচ্চতার বলটি নো হয়েছে কিনা, সে সিদ্ধান্তে টিভি আম্পায়ারের সহায়তা নিতে পারেন অন ফিল্ড আম্পায়াররা। রোভম্যানের শটটি শেষ পর্যন্ত ছয় হয়েছিল বলে আর কিছু করার ছিল না তখন। নিয়মের দিকে নজর দেওয়ার সময় এসেছে, এমন বলছেন মুম্বই ইন্ডিয়ানসের কোচ ও প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক জয়বর্ধনে।
advertisement
আইসিসি রিভিউ নামের অনুষ্ঠানে তিনি বলেছেন, আমার মনে হয় সামনে এগোনোর পথে এ বিষয়ের দিকে একটু নজর দিতে হবে আমাদের। টিভি আম্পায়ারের হাতে কি এমন কোনো অপশন থাকতে পারে কি না, যাতে সেটি পুনরায় দেখা যায়? কয়েকটা ছয় হল, এরপর আরেকটা সুযোগ তৈরি হয়েছিল (ওই ম্যাচে)। তবে আম্পায়ার ভুল করেছেন।
কিন্তু নিয়ম বলে, আপনি এসব যাচাই করে দেখার জন্য টিভি আম্পায়ারের কাছে যেতে পারবেন না। জয়বর্ধনের এসব কথার অবশ্য আলাদা তাৎপর্যও আছে। আইসিসির ক্রিকেট কমিটি এসব নিয়মকানুনের ব্যাপারটি পর্যালোচনা করে। প্রাক্তন খেলোয়াড় হিসেবে এখনকার ছেলেদের কমিটিতে আছেন তিনি।
এ ঘটনা নিয়ে নিজেদের মধ্যেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জয়বর্ধনে, আমরা টেলিভিশনে দেখেছি। সবাই একসঙ্গে দেখছিলাম, এরপর নিজেদের মধ্যে কথা বলেছি। আমরাও হয়তো ডাগআউটে বসে অমন প্রতিক্রিয়াই দেখাতাম। তবে মাঠে ঢুকে যাওয়া কখনোই উপযুক্ত নয়। সবকিছুর একটা নিয়ম আছে। আমি নিশ্চিত, ঋষভ এবং প্রবীন দুজনই এরপর অনুশোচনা করেছে।