দ্বিতীয় পর্বের শুরু হওয়ার আগে মুম্বই ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে। সেই কারণে প্রাক্তণ ব্রিটিশ খেলোয়াড় কেভিন পিটারসেন বলেন ট্রফি জিততে হলে মুম্বইকে দ্বিতীয় পর্বের প্রথমদিকের ম্যাচগুলো হারলে চলবে না। সাধারণত দেখা যায় লিগ শুরু হওয়ার প্রথম কয়েকটি ম্যাচে খারাপ প্রদর্শন দেখায় মুম্বই ইন্ডিয়ান্স। তারপর মাঝপথ থেকে ধীরে ধীরে তারা তাদের গতি বৃদ্ধি করে এবং এভাবেই প্লে অফে পৌঁছানোর রাস্তা ঠিক করে নেয়।
advertisement
আইপিএলের দ্বিতীয় পর্বের আগে তিন মাসের বিরতির জন্য নতুন করে ছন্দে ফিরতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু এখানে প্রথম দিকে হারলে আর সুযোগ পাবে না রোহিতরা। সেইজন্য পিটারসেন মনে করেন যে মুম্বই প্রথম তিন বা চার ম্যাচ হেরে তারপর ঠিক করে খেলা শুরু করলে আর হবে না, লিগে ম্যাচ সংখ্যা খুব কম। শিরোপা ধরে রাখতে চাইলে প্রথম বল থেকে খেলা শুরু করতে হবে তাদের। মাত্র সাতটি ম্যাচ। তবে পিটারসেন মনে করছেন মুম্বইয়ের ক্ষমতা আছে প্রথম ম্যাচ থেকেই ভাল খেলার।
মূলত তিনি অবাক হয়েছেন, চেন্নাইয়ের প্রদর্শন দেখে। তুলনামূলক ভাবে বয়স্ক ক্রিকেটারদের নিয়ে তৈরি এই সিএসকে দল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে। কিন্তু এই তিন মাসের বিরতি থেকে ফর্মে ফিরতে সময় বেশি লাগারও সম্ভাবনা আছে তাদের। যদি তারা দ্রুত ছন্দে ফিরতে সক্ষম হয়, তাহলে চতুর্থ বারের মত ট্রফি জয় করার ক্ষমতা রাখে তারা।তাই আগামী কয়েক সপ্তাহ চেন্নাই সুপার কিংসের কাছে ঐতিহাসিক হতে চলেছে বলে মনে করেন বলেন পিটারসেন।
মহেন্দ্র সিং ধোনির এটা শেষ আইপিএল কিনা সময় বলবে। কিন্তু তিনি যেভাবে ঋতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজাদের নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন সেটা দুর্দান্ত মনে করেন কে পি। পাশাপাশি আরবের উইকেটে ইমরান তাহির বড় ফ্যাক্টর হতে পারে বলছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান।