TRENDING:

Jeremy Lalrinnunga : মিজোরামের জেরেমির হাত ধরে কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সোনা ভারতের ঘরে

Last Updated:

Jeremy Lalrinnunga Wins Gold In Mens 67 kg final at Commonwealth Games in Birmingham. জেরেমির হাত ধরে কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সোনা ভারতের ঘরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: বাবা ছিলেন জাতীয় স্তরের বক্সিং চ্যাম্পিয়ন। ছেলেও ছোটবেলা থেকে বক্সার হবেন এমন প্রত্যাশা ছিল। কিন্তু কোচের কথায় চলে গেলেন ওয়েট লিফটিং। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আজকে থেকে ঠিক এক মাস আগে নিজের ফোনের ওয়ালপেপারে সোনা জয়ের ছবি লাগিয়ে রেখেছিলেন। প্রতিদিন সেই ছবি দেখতেন এবং নিজেকে মোটিভেট করতেন।
নতুন নায়কের নাম জেরেমি
নতুন নায়কের নাম জেরেমি
advertisement

বোঝা গেল এই ছেলের লড়াই বৃথা যায়নি। ১৫ বছর বয়সে নেমেছিলেন যুব অলিম্পিক্সে। সেবার আর্জেন্টিনায় তিনি পদক জয়ের লড়াইয়ে নেমেছিলেন সেই সময় বাড়িতে তাঁর ভাই জেরি এবং পড়শিরা খেলা দেখছিলেন ইউটিউবে। হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেই লাইভ। চিন্তায় পড়ে গিয়েছিলেন সকলে। জেরেমির মধ্যে কোনও চিন্তা ছিল না। ১৫ বছরের ছেলেটি অনায়াসে তুলে নেন ২৭৪ কিলো।

advertisement

রবিবার বার্মিংহামে উপভোগ করতেই দেখা গেল জেরেমিকে। স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় ১৩৬ কিলো তোলেন জেরেমি। পরের বার তোলেন ১৪০ কিলো। রেকর্ড গড়ার পর তৃতীয় বার ১৪৩ কিলো তুলতে এসে ব্যর্থ হন। স্ন্যাচিং বিভাগের পর শীর্ষে ছিলেন তিনিই। ক্লিন ও জার্ক বিভাগে সর্বোচ্চ তুললেন ১৬০ কিলো। সেখানে গেমস রেকর্ড গড়তে না পারলেও সোনা জেতার জন্য যথেষ্ট ছিল সেটাই।

advertisement

চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এবার সোনা এল কমনওয়েলথ গেমসেও। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ড।

তবে কিছুটা চোট পেয়েছেন জেরেমি। কিন্তু স্বর্ণপদক জয়ের আনন্দের কাছে সেই ব্যথা কিছুই না। রবিবার যখন পদক গ্রহণ অনুষ্ঠানের সময় ভারতের জাতীয় সংগীত বাজল, জেরেমির চোখে জল এবং মুখে হাসি। দ্বিতীয় স্থান পাওয়া সামোয়া এবং তৃতীয় স্থান পাওয়া নাইজেরিয়ানকে জড়িয়ে ধরলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মনিপুরের মীরার পর এবার মিজোরামের জেরেমির হাত ধরে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে। ভারতীয় খেলাধুলার মানচিত্রে উত্তরপূর্ব রাজ্যের দাদাগিরি চলছে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Jeremy Lalrinnunga : মিজোরামের জেরেমির হাত ধরে কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সোনা ভারতের ঘরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল