ইডেনে আজ পঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা বনাম পঞ্জাব। শেষ ৪ ম্যাচে মাত্র ১টি জিতেছ কলকাতা। লিগ টেবিলে পঞ্জাব রয়েছে ৫ নম্বরে, কলকাতা রয়েছে ৭ নম্বরে। গতবার কলকাতাকে আইপিএল জিতিয়েছিলেন শ্রেয়স আয়ার, তাই ইডেন তাঁর কাছে অনেকটাই চেনা। টসে জিতে কলকাতার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব। শুরু থেকেই এই মরশুমে ছন্দে নেই কলকাতা, অন্য দিকে প্লে-অফের লড়াইয়ে রয়েছে পঞ্জাব। শনিবারের ম্যাচ কলকাতার কাছে কার্যত ডু-অর ডাই।