পহেলগাঁও হামলায় ২৬ জন নীরিহ ভারতীয়দের জঙ্গি হামলায় মৃত্যুর পর কঠিন পদক্ষেপ নেয় ভারত সরকার। সন্ত্রাসবাদ দমনে ৭ মে ভারতীয় সেনার তরফ থেকে অপারেশন লঞ্চ করা হয়। যেখানে পাকিস্তানে বেছে বেছে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া হয়। একইসঙ্গে পাকিস্তানকে জবাব দেওয়া হয় ভারতীয় সেনার পক্ষ থেকে।
অপারেশন সিঁদুরের পর দেশ জুড়ে চলছে ভারতীয় সেনার সাফল্য উদযাপন। সেই কারণেই আইপিএলের সমাপ্তি অনুষ্ঠাও ভারতীয় সশস্ত্র বাহিনীকে ডেডিকেট করা হয়েছে। এই বিষয়ে সাইকিয়া বলেছেন,“সশস্ত্র বাহিনীর বীরত্ব, সাহস এবং নিঃস্বার্থ সেবা জাতিকে নিরন্তর সুরক্ষা দিয়ে যাচ্ছে। বিসিসিআই সেই আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই উদ্যোগ নিয়েছে।” তিনি আরও বলেন, “ক্রিকেট আমাদের জাতীয় আবেগ, কিন্তু জাতির সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়।”
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: আইপিএলে তার প্রতি রানের দাম ১৬ লক্ষ ৭২ হাজার ৫৩৫ টাকা! কে বলুন তো সেই ক্রিকেটার?
আইপিএল ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠান ৩ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে অনুষ্ঠিত হবে। চলমান টুর্নামেন্টে ‘অপারেশন সিঁদুর’-এর পর বিসিসিআই বিভিন্ন ম্যাচে ব্যানার ও ঘোষণার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে। কলকাতার ইডেন গার্ডেনসেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) একটি বিশাল শ্রদ্ধাঞ্জলি ব্যানার প্রদর্শন করে বাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করেছে। এই উদ্যোগ দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে দেশপ্রেমের বার্তা পৌঁছে দেবে বলে মনে করছে বিসিসিআই।