ম্যাচের আগের দিন রাতে ইডেনে একসঙ্গে অনুশীলন করে কেকেআর ও আরসিবি দুই দল। সেই সময় হঠাৎই নাইট শিবিরের অনুশীলনে হাজির হন দীনেশ কার্তিক। প্রথমে গিয়ে সৌহার্দ্য বিনিময় করেন ও জড়িয়ে ধরেন অভিষেক নায়ারকে। তারপর কার্তিককে দেখে একে একে এগিয়ে আসেন কেকেআ ক্রিকেটাররা। পরনো সতীর্থরা ফের একজায়গায় হওয়া তৈরি একটা সুন্দর মুহূর্ত। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ররা একে একে গিয়ে দীনেশ কার্তিককে জড়িয়ে ধরেন। খোশ মেজাজে আড্ড্ডা মারতেও দেখা যায় সকলকে। শুক্রবার ম্যাচে পেশাদার ক্রিকেটার হিসেবে একে-অপরকে এক ইঞ্চিও ছেড়ে কথা না বললেও তাদের মধ্যে বন্ধুত্ব যে অটুট এই মিষ্টি ভিডিও তার প্রমাণ।
advertisement
আরও পড়ুনঃ KKR: রূপ ও লাস্যের 'ককটেল', নেশায় হবেন বুদ, কেকেআর তারকাদের স্ত্রী ও বান্ধবীরা সত্যিই 'অপ্সরা'
প্রসঙ্গত, ১৪৩৯ দিন পর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ফের আইপিএল ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে কেকেআর ম্যাচ দেখার জন্য উন্মাদনা তুঙ্গে তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের। দীর্ঘ সময় পর ঘরের মাঠে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে কিং খানের দলও। তবে দুই দলের ব্যাটি-বোলিং বিভাগের শক্তির বিচার করলে ও প্রথম ম্যাচের পারফরম্যান্স বিচার করলে ইডেনে কিছুটা এগিয়ে থেকেই আরসিবি শুরু করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।