TRENDING:

ঝলসে উঠছে মাহির ব্যাট, ঘাম ছুটছে গেইলের, ছক্কা মারায় কেকেআর কি অক্কা পেল,জানুন

Last Updated:

এবারের আইপিএলে ৩৬-র ধোনিই বাজিমাত করছেন ৷ সিএসকে-র জার্সি গায়ে তাঁর পারফরম্যান্স এ কথায় লা জবাব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: এবারের আইপিএলে ৩৬-র ধোনিই বাজিমাত করছেন ৷ সিএসকে-র জার্সি গায়ে তাঁর পারফরম্যান্স এ কথায় লা জবাব ৷
advertisement

বয়স যে তাঁর স্কিলে থাবা বসায়নি এবারের আইপিএলের মঞ্চকে যেন সেটা প্রমাণ করার জন্যেই ব্যবহার করলেন সিএসকে-র ‘থালা’৷ এই মরশুমে ২০ টি ওভারবাউন্ডারি মারা হয়ে গেছে তাঁর ৷ আগে যে গতিতে বল বাউন্ডারি ও ওভারবাউন্ডারি মারতেন তার চেয়ে এবার যেন আরও দক্ষ ৷ শুধু কথা নয় পরিসংখ্যানও সেই কথারই প্রমাণ দিচ্ছে ৷ ৬ মারতে মাত্র আটের চেয়ে একটু বেশি বল নিচ্ছেন তিনি ৷ সেটার প্রকৃত হিসাব হচ্ছে ৮.৪৫ বল ৷ এর আগে এই পরিসংখ্যান ছিল ১০ বল প্রতি ৬ মারা ৷ যখন কেরিয়ারের তুঙ্গে ছিলেন মাহি, সেই সময়ের থেকেও কী আরও তুখোড় হয়ে গেলেন মাহি ৷

advertisement

বাউন্ডারি মারার ক্ষেত্রেও কেরিয়ারের সেরা পরিসংখ্যান দিচ্ছেন তিনি ৷ এখন প্রতি ৪ বলে একটি বাউন্ডারি মারছেন ধোনি ৷ এর আগে রাইজিং পুণে সুপারজায়ন্টসের হয়ে ৮ বলে মারতেন তার আগে ১০ বলে চার মারতেন ধোনি ৷

Photo: News18 Creative

advertisement

আসলে সিএসকে-র ফিরে আসার মঞ্চকেই নিজের ধামাকা ক্রিকেটার হিসেবে ফিরে আসার জন্য বেছে নিয়েছেন তিনি ৷ যা বোলারদের জন্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর বানিয়ে দিচ্ছে ৷ এবারের আইপিএলে প্রত্যাশিত ভাবেই ক্রিস গেইলের ছক্কা হাঁকানোর সংখ্যা সবচেয়ে বেশি ৷ তাঁর ঝোলায় রয়েছে ২৩ টি ছয় ৷

Photo: News18 Creative

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অন্যদিকে দল হিসেবে চেন্নাই সুপার কিংস সবেচেয়ে বেশি ৮৬ টি ছয় মেরেছে আর কেকেআর মেরেছে ৭১ টি ছয় ৷ ছয় মারার তালিকাতে কলকাতার অবস্থান ৭১ নম্বরে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
ঝলসে উঠছে মাহির ব্যাট, ঘাম ছুটছে গেইলের, ছক্কা মারায় কেকেআর কি অক্কা পেল,জানুন