TRENDING:

প্লে অফে ওঠার রাস্তা এখনও পরিষ্কার নয় নাইটদের

Last Updated:

এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে হাড্ডাহাড্ডির লড়াই চলছে টুর্নামেন্টে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিরাটের আরসিবি-র বিরুদ্ধে দুরন্ত জয় ৷ কিন্তু তাতেও প্লে অফ নিশ্চিত নয় ৷ আপাতত ৮ ম্যাচের মধ্যে চারটেতে জিতে কেকেআরের সংগ্রহ ৮ পয়েন্ট ৷ এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে হাড্ডাহাড্ডির লড়াই চলছে টুর্নামেন্টে ৷ টেবলের প্রথম তিনটে দলকে যদিও বাদও দেওয়া যায় ৷ লড়াই তাই চতুর্থ স্থানকে নিয়ে ৷ এখনও পর্যন্ত প্লে অফে ওঠার দৌড়ে টিকে রয়েছে প্রত্যেকেই ৷ তাই এবার মরণ কামড় দিতে উঠে পড়ে লাগবে সব দলই ৷
advertisement

কেকেআর দলের সবচেয়ে বড় সমস্যা হল ধারাবাহিকতার অভাব ৷ এবছর এখনও পর্যন্ত কোনও ম্যাচে দারুণ খেলে জেতার পর পরের ম্যাচেই খারাপ খেলতে দেখা গিয়েছে কার্তিক ব্রিগেডকে ৷

আরও পড়ুন-মাহি মার রহা হ্যায়....., গ্যালারিতে ‘খুশ’ সাক্ষী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

প্লে অফে উঠতে হলে বাকি ছয় ম্যাচের মধ্যে চারটেতেই জিততে হবে কেকেআর-কে ৷  নাইটদের বাকি ম্যাচগুলির প্রতিপক্ষরাও যথেষ্ট কঠিন ৷  চেন্নাই সুপার কিংসের সঙ্গে এক বার খেলতে হবে, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দু’বার, কিংস ইলেভেনের সঙ্গে এক বার, সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে এক বার, রাজস্থান রয়্যালসের সঙ্গে এক বার। চারটের বদলে তিনটে ম্যাচ জিতলেও হবে নাইটদের ৷ কিন্তু সেক্ষেত্রে নেট রান রেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
প্লে অফে ওঠার রাস্তা এখনও পরিষ্কার নয় নাইটদের