TRENDING:

জমে উঠেছে আইপিএলে প্লে অফে ওঠার লড়াই, প্রথম দুইয়ে শেষ করার সুযোগ নাইটদের সামনে

Last Updated:

শেষ সপ্তাহে আরও বেশি জমে উঠেছে আইপিএল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: শেষ সপ্তাহে আরও বেশি জমে উঠেছে আইপিএল ৷  হায়দরাবাদ এবং চেন্নাই আগেই প্লে অফে কোয়ালিফাই করে গেলেও শেষ দুই জায়গার জন্য এখন জোর লড়াই পাঁচটি দলের মধ্যে ৷ একমাত্র দিল্লি ডেয়ারডেভিলস বাদে এখন প্লে অফে ওঠার রাস্তা বাকী সবারই খোলা ৷ শুক্রবার আবার দিল্লির কাছে হেরে অস্বস্তি বেড়েছে চেন্নাই শিবিরেও ৷ কারণ আজ নাইটরা হায়দরাবাদকে বড় ব্যবধানে হারালে এবং চেন্নাই তাদের শেষ ম্যাচ হারলে দ্বিতীয় হয়েও প্লে অফে উঠতে পারে কেকেআর ৷
advertisement

আরও পড়ুন-নেট রান রেটের অঙ্কে না গিয়ে আজ জিতেই প্লে অফ নিশ্চিত করতে মরিয়া নাইটরা

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আজ, শনিবারের আরেক ম্যাচ আরসিবি বনাম রাজস্থান এখন কার্যত নক আউট ম্যাচ ৷ যে দল হারবে তারাই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ৷ নেট রান রেটের বিচারে বিরাটরা সুবিধাজনক জায়গায় থাকায় এখন বিরাটদের কাছে প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ এদিকে ধোনিরা পয়েন্ট তালিকায় নেমে যাওয়ার পাশাপাশি এখন এক নম্বরে যাওয়ারও সুযোগ রয়েছে ৷ তার জন্য শুধু কেকেআর-কে আজ বড় ব্যবধানে সানরাইজার্সকে হারালেই চলবে না ৷ সিএসকে-কেও তাদের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে ৷ উল্টোদিকে বিরাটরা এখন প্রার্থনায় রয়েছেন মুম্বই যাতে দিল্লির কাছে তাদের শেষ ম্যাচ হারে ৷ কারণ প্লে অফে উঠতে আজ বিরাটদের খালি জিতলেই চলবে না ৷ মুম্বইকেও হারতে হবে টেবলে সবচেয়ে নিচে থাকা দল দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
জমে উঠেছে আইপিএলে প্লে অফে ওঠার লড়াই, প্রথম দুইয়ে শেষ করার সুযোগ নাইটদের সামনে