TRENDING:

ফের ভারতে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : ২০১৭ সালে ভারত সফলভাবে আয়োজন করেছিল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ৷ ফের একবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ ভারতের সামনে ৷ ২০২০ অনুর্ধ্ব  ১৭ মহিলা বিশ্বকাপের ভ্যেনু হিসেবে ভারতকে বেছে নিয়েছে ফিফা ৷ ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এই সুখবর দিয়েছেন ৷
advertisement

ফিফা কাউন্সিলের বৈঠকে মিয়ামিতে এই খবর জানিয়ে তিনি বলেছেন, ‘‘২০২০ অনুর্ধ্ব১৭ মহিলা বিশ্বকাপে নিশ্চিতভাবে ভারতে অনুষ্ঠিত হচ্ছে ৷ ’’এটা ভারতের ঝোলায় আসা ফিফা আয়োজিত দ্বিতীয় টুর্নামেন্ট ৷ এদিকে এআইএফএফ সচিব কুশল দাস জানিয়েছেন , ‘‘এই সুযোগ পাওয়ায় আমরা দারুণ খুশি , অনুর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপের হাত ধরে দেশে মহিলা ফুটবলের মানও উন্নত হবে ৷ ’’

advertisement

তিনি আরও বলেছেন, ‘‘আমাদের দেশে মহিলাদের ফুটবলের ওপর আমরা অনেকটা জোর দিচ্ছি ৷ যাতে আমরা অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করতে পারি, আর আমরা তাতে সফল ৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতের সঙ্গে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বের দৌড়ে ছিল ফ্রান্স ও৷ কুশল দাস জানিয়েছেন তাঁরা চার-পাঁচটা ভ্যেনুর কথা ভেবে রেখেছেন, যেগুলির মধ্যে থেকে খুব তাড়াতাড়ি চূড়ান্ত করে ফেলা হবে ৷ এটা হবে অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের সপ্তম মরশুম ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ফের ভারতে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর