TRENDING:

India vs England: কোহলি ফিরতেই বিলেতে ধরাশায়ী বিরাট-ব্রিগেড

Last Updated:

অনেক আশা জাগিয়েও দলকে উইনিং মোমেন্ট অবধি পৌঁছে দিতে পারলেন না বিরাট কোহলিও৷ প্রথম ইনিংসে অনবদ্য ১৪৯ রানের পর বার্মিংহ্যামে দ্বিতীয় ইনিংসেও বিরাটের বিরাট ব্যাটেই ভরসা করেছিল ভারতীয় দলের ফ্যানরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্মিংহ্যাম: আশা জাগিয়েও বিলেতের পিচে মুখ থুবড়ে পড়ল ভারত৷ এজবাস্টনে প্রথম টেস্টে ৩১ রানে হারল ভারত৷ শনিবারের এজবাস্টন দেখল, বিদেশের মাটিতে এখনও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে ভারতের৷
advertisement

অনেক আশা জাগিয়েও দলকে উইনিং মোমেন্ট অবধি পৌঁছে দিতে পারলেন না বিরাট কোহলিও৷ প্রথম ইনিংসে অনবদ্য ১৪৯ রানের পর বার্মিংহ্যামে দ্বিতীয় ইনিংসেও বিরাটের বিরাট ব্যাটেই ভরসা করেছিল ভারতীয় দলের ফ্যানরা৷ তবে অধিনায়কোচিত ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করার পর এলবিডাব্লু হয়ে যান বিরাট৷ স্টোকসের শিকার হন তিনি৷

এদিকে শনিবার শুরুতে নেমেই আউট হয়ে যান আগের দিনের সেট ব্যাটসম্যান দীনেশ কার্তিক ৷ ২০ করে অ্যান্ডারসনের শিকার তিনি ৷ এর আগের দিন অবশ্য স্যামুয়েল কারান- ইংল্যান্ডের এই ২০ বছরের বাঁ হাতি পেসারেই কম্পন ধরিয়ে দিয়ে যান ভারতের টপ অর্ডারে ৷ বিজয় (২০), ধাওয়ান (২৬), রাহুল (৪) প্রত্যেকেই এদিন তাঁর শিকার ৷ একমাত্র কোহলি বাদে এদিন বলার মতো রান পাননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৷ রাহানে (১৫), পাণ্ডিয়া (২২) এবং কার্তিক (০) প্রত্যেকেই চূড়ান্ত ব্যর্থ ৷ ৭৪ রান দিয়ে চার উইকেট নেন কারান ৷

advertisement

এদিকে এই মুহূর্তে ইংল্যান্ডকে বড় ধাক্কা দিতে এক কুম্ভের মতো লড়াই করছেন হার্দিক পান্ডিয়া৷ মহম্মদ শামি ও নেমেই প্যাভিলিয়নে ফিরে গেছেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: কোহলি ফিরতেই বিলেতে ধরাশায়ী বিরাট-ব্রিগেড