TRENDING:

IND vs WI : রোহিত শর্মার ভারতের সামনে ইতিহাসের হাতছানি, এই প্রথমবার হবে নজির

Last Updated:

ভারত বনাম ওয়েস্টইন্ডিজের (India vs West Indies) তৃতীয় একদিনের ম্যাচে জিতলেই নতুন ইতিহাস তৈরি করে ফেলবে ভারতীয় ক্রিকেট দল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ:   পরপর দুটি একদিনের ম্যাচ জিতে সিরিজ ২-০ এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় একদিনের ম্যাচ খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷ এদিন টসে জিতে শুরুটা ভালই করেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজের (India vs West Indies) তৃতীয় একদিনের ম্যাচে জিতলেই নতুন ইতিহাস তৈরি করে ফেলবে ভারতীয় ক্রিকেট দল৷ এই ম্যাচ জিতলে সিরিজে ক্লিন সুইপ করবে ভারত৷ এই প্রথম ভারত ( Indian Cricket Team) বনাম ওয়েস্টইন্ডিজ একদিনের সিরিজে ভারত হোয়াইট ওয়াশ করবে৷ এই প্রথম তিনম্যাচে জিতবে ভারত তা আবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে৷
Ind vs WI: Rohit Sharma led team india eyes on clean sweep vs west indies in odi- Photo Courtesy- Twitter
Ind vs WI: Rohit Sharma led team india eyes on clean sweep vs west indies in odi- Photo Courtesy- Twitter
advertisement

দুই দলের মধ্যে এটা ২১ তম দ্বিপাক্ষিক সিরিজ৷ এর আগে খেলা ২০ টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে -র মধ্যে ২ বার ওয়েস্টইন্ডিজ ক্লিন সুইপ করেছিল৷ ভারত এবারের সিরিজের ওয়েস্টইন্ডিজ প্রথম ম্যাচে ৬ উইকেটে হারে৷ দ্বিতীয় ম্যাচেও ৪৪ রানে হারে৷ তৃতীয় ওয়ানডে তে শিখর ধাওয়ান ফিরেছেন৷ যা দলকে বাড়তি গভীরতা দিচ্ছে৷ ধাওয়ান দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে করোনা পজিটিভ হয়ে গিয়েছিলেন৷

advertisement

রোহিত শর্মা (Rohit Sharma) দ্বিতীয় ওয়ান ডে -তে ঋষভ পন্থ নিজের ওপেনিং পার্টনার হয়েছিলেন৷ শিখর ধাওয়ান ফেরায় ফের মিডল অর্ডারে পন্থ৷ এদিকে ধাওয়ান ফেরার দিনে শুরুটা মন্দ হল, টসে জিতলেও রোহিত ফিরলেন তাড়াতাড়ি৷ দীপক হুডাও এদিন দলের বাইরে৷

আরও পড়ুন - IPL 2022 Mega Auction: নিলামের মঞ্চে বড় ধামাকা দিতে তৈরি কেকেআর, টার্গেট এই প্লেয়াররা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে যে রেকর্ড ছোঁওয়ার হাতছানি ভারতীয় দলের ( Indian Cricket Team) কাছে  যেরকম আছে তেমনিই ওয়েস্টইন্ডিজের কাছে এই ম্যাচ মুখ বাঁচানোর লড়াই৷ কায়রন পোলার্ড দ্বিতীয় একদিনের ম্যাচ থেকেই চোটের কারণে খেলছেন না, তৃতীয় একদিনের ম্যাচেও খেলেননি৷ তাই ম্যাচেও নিকোলাস পুরান দলের অধিনায়কত্ব করছেন৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI)  সিরিজের দুটি ম্যাচের একটিতেও ওয়েস্টইন্ডিজ পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি৷ এই ম্যাচ হয়ে গেলে ১৬ ফেব্রুয়ারি থেকে ৩ টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI : রোহিত শর্মার ভারতের সামনে ইতিহাসের হাতছানি, এই প্রথমবার হবে নজির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল