পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর আঙুলে জোরদার চোট লেগেছে৷ পাকিস্তানের পেসার হারিস রউফকের বলে গাপ্তিল আঙুলে চোট পেয়ে যান৷ গাপ্তিল ১৭ রানে আউট হয়ে যান৷
আরও পড়ুন - ICC T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাঠে কোনওমতে মৃত্যু ঠেকালেন আলিম দার, Viral Video
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর বলেছিলেন, তাঁদের দেখতে হবে মার্টিন গাপ্তিলের চোট কতটা গুরুতর৷ তাঁর চোট গুরুতর তাতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ হবে৷ নিউজিল্যান্ড দলের দ্বিতীয় ঝটকা৷ গাপ্তিলের আগে পেসার লকি ফার্গুসন মাংসপেশিতে টানের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে৷
advertisement
আরও দেখুন - কোটি টাকার fish দেখেছেন, Digha বাজারে শোরগোল, দেখুন Bangla News Video
নিউজিল্যান্ডের স্টিড বলেছেন তিনি খুবই নিরাশ , কারণ টেকনিক্যাল কমিটি এডম মিত্নেকে ফার্গুসনের রিপ্লেসমেন্ট হিসেবে চাইলেও তাঁকে পাওয়া যায়নি৷ তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি৷ তিনি জানিয়েছেন রিপ্লেসমেন্টের জন্য আইসিসি-র সঙ্গে বহুবার কথা বলেছেন৷ কারণ ফার্গুসনের রিপ্লেসমেন্ট হিসেবে মিত্নেই সবচেয়ে উপযুক্ত৷ তাঁরা আরও একবার আইসিসি -র সঙ্গে আবার কথা বলবেন৷
কিউয়ি কোচ জানিয়েছেন দল হারলেও নিজের ছেলেদের পারফরম্যান্সে খুশি তিনি৷ তারা হারলেও ছেলেরা লড়াই করছেন৷ তবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-র লড়াইতে দুটি ম্যাচ হেরে তাদের সেমিফাইনালের রাস্তা দুরুহ হয়ে পড়ল৷ পাকিস্তান গ্রুপ টপ করে সেমিফাইনালের দিকে বেশ খানিকটা এগিয়ে কিন্তু দ্বিতীয় স্থানের লড়াইতে থাকতে দারুণ গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ৷