TRENDING:

IPL Final: আইপিএল ফাইনালে এই পাঁচ জন ক্রিকেটার বদলে দিতে পারেন খেলার রঙ! এক নজরে দেখে নিন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আজ শনিবার। কোনও খেলা নেই আইপিএলে। আগামীকাল অর্থাৎ রবিবার মেগা ফাইনাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টুর্নামেন্টের সেরা দুই দল চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটানস আমনে সামনে। যোগ্য দল হিসেবেই তারা ফাইনালে উঠেছে বলা যায়। সেরা ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। অনেক ছোট ছোট লড়াই লুকিয়ে থাকবে এই ম্যাচে।
এরা বদলে দিতে পারেন আইপিএল ফাইনালের ভাগ্য
এরা বদলে দিতে পারেন আইপিএল ফাইনালের ভাগ্য
advertisement

একজন বা দুজন ক্রিকেটার তারকা হবেন নিশ্চিত। মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্ক নাকি হার্দিক পান্ডিয়ার লড়াকুম মনোভাব, শেষ হাসি কারা হাসবে উত্তর দেবে সময়। এক নজরে দেখে নেওয়া যাক কোন পাঁচজন ক্রিকেটার ষোলতম আইপিএল ফাইনালের রঙ বদলে দিতে পারেন।

শুভমন গিল

নিঃসন্দেহে গুজরাতের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা। এবারের টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন। সর্বোচ্চ রান সংগ্রহকারক হিসেবে অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। গিল মেগা ফাইনালে আবার ঝড় তুলতে পারেন কিনা সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। তিনিই যে চেন্নাই বোলারদের সবচেয়ে বড় ভয়ের কারণ সন্দেহ নেই। তাকে আউট করার যাবতীয় প্ল্যান সাজিয়ে ফেলেছেন ধোনি। কিন্তু গিল মরিয়া থাকবেন ধোনির মাস্টার প্ল্যানে জল ঢেলে দিতে।

advertisement

রশিদ খান

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এবারের আইপিএলে এই মুহূর্তে দুই নম্বরে আছেন রশিদ খান। ২৭ টি উইকেট নিয়েছেন আফগান তারকা। সেরা বোলিং ৩৪/৪। রশিদ সব সময় বড় ম্যাচের প্লেয়ার। আইপিএল ফাইনালে তার লেগ স্পিন চেন্নাইকে কতটা বিপদে ফেলতে পারে সেটাই দেখার

মহম্মদ শামি

যত বয়স বাড়ছে তত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন মহম্মদ শামি। ২৮ উইকেট নিয়ে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। বেগুনি টুপির মালিক। তবে ভারতের সবচেয়ে অভিজ্ঞ পেসার চাইবেন ফাইনালে নিজের সেরাটা দিয়ে টানা দ্বিতীয়বার গুজরাতকে চ্যাম্পিয়ন করতে। ধোনির দলের বিরুদ্ধে তার চার ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে

advertisement

রবীন্দ্র জাদেজা

শোনা যাচ্ছে এবারের আইপিএলের পর নাকি সিএসকে ছেড়ে দিতে পারেন। রবীন্দ্র জাদেজা। কিন্তু যতক্ষণ আছেন চেন্নাই দলের অন্যতম সম্পদ তিনি। বাঁহাতি স্পিনার হিসেবে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা এবং মিডল অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা তার শক্তি। আর ফিল্ডার হিসেবে কোনও প্রশংসাই যথেষ্ট নয়

কনওয়ে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

নিউজিল্যান্ডের এই বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান এবার চেন্নাইতে দুরন্ত ছন্দেহ আছেন। টেকনিক যেমন তেমন আক্রমণ করে খেলতে পারেন বোলারদের। তার সঙ্গে ওপেনিং পার্টনারশিপ হিসেবে ঋতুরাজ কম ভয়ঙ্কর নন। ফাইনালে কনওয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চাইবেন।

বাংলা খবর/ খবর/খেলা/
IPL Final: আইপিএল ফাইনালে এই পাঁচ জন ক্রিকেটার বদলে দিতে পারেন খেলার রঙ! এক নজরে দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল