একসময় উন্মুক্ত চাঁদকে পরবর্তী বিরাট কোহলি বলা হত। কিন্তু পরবর্তীতে ব্যাটে রানের খরা ও সুযোগের অভাবে ভারতের হয়ে তাঁর কেরিয়ার গড়ে ওঠেনি। তাঁর প্রতি যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণেও ব্যর্থ হন উন্মুক্ত চাঁদ। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন খেললেও অবশেষে ভিন দেশে পারি দেওয়ার সিদ্ধান্ত নেন উন্মুক্ত চাঁদ। ২০২১ সালে বিসিসিআইয়ের থেকে এনওসি নিয়ে আমেরিকা পারি দেন তিনি।
advertisement
তারপর থেকে আমেরিকার হয়েই ক্রিকেট খেলছেন উন্মুক্ত চাঁদ। প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশ লিগে খেলার রেকর্ডও গড়েন তিনি। আর ২ মাসের মধ্যে উন্মুক্ত চাঁদের আমেরিকার হয়ে খেলার ছাড়পত্র পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে ভারতের সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ না হলেও, এবার নতুন দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে খেলার ইচ্ছেপূরণ হতে পারে উন্মুক্ত চাঁদের।
আরও পড়ুনঃ IPL 2024: কবে শুরু আইপিএল ২০২৪? কবে হবে মেগা ফাইনাল? জানা গেল দিনক্ষণ
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বের খেলায় ভারত বনাম আমেরিকা ম্যাচ হতে চলেছে ১২ জুন। একসময়কার নিজের প্রাক্তন দেশের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন উন্মুক্ত। রোহিত শর্মার দলের বিরুদ্ধে নিজের সেরাটা দিয়ে আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করতে নারাজ উন্মুক্ত চাঁদ।