ইতিমধ্যেই বিশ্বকাপ ফাইনাল পুনরায় করার জন্য ফরাসী জনগণ দুই লক্ষ সই সংগ্রহ করে তা ফিফাকে পাঠিয়েছে। মার্টিনেজ ও এমবাপেকে নিয়েও চলছে নানা বিতর্ক। এরইমধ্যে এবার বিশ্বকাপ ফাইনালে মেসির করা দ্বিতীয় গোল বাতিল করার দাবি জানাল ফ্রান্সের একদল বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিক। কারণ সেই গোলটি নাকি অনৈতিক ও ফিফার নিয়ম বিরুদ্ধ ছিল।
advertisement
তাদের দাবি অনুযায়ী মেসি যখন অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তখন মাঠে ছিল আর্জেন্টিনার অতিরিক্ত প্লেয়ার। আর্জেন্টিনার এক জন ফুটবলার পরিবর্ত হিসাবে নামার জন্য সাইড লাইনের ধারে অপেক্ষা করছিলেন। গোলের সময় তিনি নিয়ম ভেঙে মাঠের ভিতর চলে আসেন। ফিফার নিয়ম অনুযাযী তা সঠিক নয়। আর ওই গোল বাতিল হলে জয়ের জন্য ফ্রান্সকে টাই ব্রেকারে যেতেই হত না।
ফরাসী বিশেষজ্ঞদের এই দাবির জবাব দিতে আসরে নামেন বিশ্বকাপ ফাইনালের রেফারি মার্সিনিয়া। তিনি একটি ভিডিও দেখে পাল্টা দাবি করেন আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করতে হলে ফ্রান্সের তৃতীয় গোলও বাতিল করতে হবে। মার্সিনিয়ার ফোনে রেখে দেওয়া ছবিতে দেখা গিয়েছে, অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে এমবাপে পেনাল্টি মারার সময় ফ্রান্সের রিজার্ভ বেঞ্চের ৭ জন ফুটবলার উত্তেজনায় মাঠের ভিতরে চলে যান। মার্সিনিয়ার দাবি তাহলে দুটি গোলই বাতিল করা উচিৎ।
আরও পড়ুনঃ প্যারিসে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন মেসি, অশান্তির আশঙ্কায় পিএসজি কর্তৃপক্ষ
পোল্যান্ডের রেফারির এহেন জবাব দেওয়ার পর খুব একটা আর মুখ খুলতে পারেননি ফরাসী ফুটবল বিশেষজ্ঞরা। তাদের যুক্তিতেই যেভাবে তাদের জবাব দিয়েছেন মার্সিনিয়া তাতে তাদের বলার মত আর কিছুই নেই। উত্তেজনার মুহূর্তে এমন ঘটনা ঘটেছে তাতে ম্যাচে কোনও বিঘ্ন ঘটেনি বলে দাবি আরেক দল বিশেষজ্ঞদের। তবে ফাইনাল বাতিলের দাবিতে অনড় ফ্রান্সের একটা বড় অংশ। এসব নিয়ে না ভেবে আর্জেন্টিনা কিন্তু ব্যস্ত রয়েছে বিশ্বজয়ের সেলিব্রেশনে।