আরও পড়ুন - স্প্যানিশ গিটারের ছন্দেই ডার্বিতে মশাল নেভানোর চ্যালেঞ্জ এটিকে মোহনবাগানের
রবি ফাওলার, দুজন স্প্যানিশ কোচ যা পারেননি সেটা করে দেখিয়েছেন স্টিফেন। দুমাস আগে ডুরান্ড কাপের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে হেরে গেলেও ইস্টবেঙ্গল প্রচুর লড়াই করেছিল। আত্মঘাতী গোল সেদিন মশাল নিভিয়েছিল যুবভারতীতে। কিন্তু সেটা দু মাস আগে। এর মাঝখানে অনেক পরিবর্তন হয়েছে।
advertisement
নিজেদের অনেক গুছিয়ে নিতে পেরেছে লাল হলুদ। শেষ ম্যাচে গুয়াহাটির মাঠে নর্থ ইস্টকে ৩-১ হারিয়ে এসেছে। শুক্রবার দুপুরে ডার্বির আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ স্টিফেন পরিষ্কার জানিয়ে দিলেন ডার্বিতে একটি পয়েন্ট পাওয়ার লক্ষ্যে কেউ খেলে না। এই ম্যাচের আবেগ এবং সম্মান আমার জানা আছে। ফুটবলারদের সেটা বোঝানোর চেষ্টা করেছি। ওরা তৈরি।
আমি আশা করছি ক্লেটন সিলভা হ্যাটট্রিক করবে। ও একজন আদর্শ নেতা। পাশে বসা ব্রাজিলীয় তখন হাসছেন। পরে সিলভা জানালেন কে গোল করবে সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল ইস্টবেঙ্গলের জয়। এটিকে মোহনবাগানকে সম্মান করলেও ভয় পেতে রাজি নন সিলভা।
কয়েক মিনিট পরে সবুজ মেরুনের সাংবাদিক সম্মেলনে সিলভার হ্যাটট্রিক প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় প্রীতম কোটালকে। সবুজ মেরুন অধিনায়ক বলেন, সিলভা অভিজ্ঞ ফুটবলার, বুদ্ধিমান এবং বিচক্ষণ। হ্যাটট্রিক করবে কিনা সেটা শনিবার দেখা যাবে। ও নিশ্চয়ই একা খেলবে না। গোটা ইস্টবেঙ্গল দল খেলবে। তেমনই ওকে আটকানো আমার একার দায়িত্ব নয়।
তাই এই নিয়ে বেশি মন্তব্য করতে চাই না। ডার্বি সব সময় আবেগের খেলা। নিজের জীবনের প্রথম ডার্বি হেরে শুরু করেছিলাম। কিন্তু তারপর হিসেবটা বদলে গিয়েছে। যদি জিততে পারি সমর্থকদের মুখে হাসি দেখতে পাব। দলের অধিনায়ক হিসেবে এটাই আমার পাওনা।
এদিকে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা জানিয়েছেন যারা লাল হলুদ জার্সি পড়ে তারা মাঠে মস্তানি করে। সেই মস্তানি হৃদয় থেকে আসে। প্রমাণ করতে না পারলে বাদ পড়তে হবে। হুয়ান ফেরান্ডো জানিয়েছেন ইস্টবেঙ্গল লড়াই করবে। ওদের হারানো সহজ হবে না। তবে আমরা নিজেদের স্বাভাবিক ফুটবল তুলে ধরতে পারলে তিন পয়েন্টের আশা করতে পারি।
সেটাই একমাত্র লক্ষ্য থাকবে সবুজ মেরুন ব্রিগেডের। অন্যদিকে জেরি, চুংনুঙ্গা, সার্থক এবং ইভানকে নিয়ে প্রস্তুত ইস্টবেঙ্গল ডিফেন্স। মূলত কাউন্টার নির্ভর ফুটবল খেলাই লক্ষ্য থাকবে স্টিফেনের দলের।