নিজদের রোমান্সের একটি অপূর্ব ফ্রেমবন্দি মুহূর্তের ছবি পোস্ট করে ট্যাগলাইনে বিরাট কোহলি লিখেছেন , "In reality there is only love and nothing else. And when god blesses you with the person who makes you realise that everyday, you have just one feeling, gratitude,"যার অর্থ - ‘‘সত্যি বলতে প্রেম ছাড়া আর কিছুই নেই ,আর যখন ভগবান তোমাকে আশীর্বাদ করলে যে তোমাকে ভালোবাসে সে তোমার জীবনে আসে ৷ সে তোমায় রোজ বুঝিয়ে দেয় কতটা ভালোবাসে ৷ তোমার একটাই অনুভূতি থাকে তাঁর প্রতি কৃতজ্ঞতার ৷ ’’
advertisement
অনুষ্কা শর্মাও নিজেদের বিবাহ বার্ষিকীতে বিশেষ আবেগঘন পোস্ট করেছেন ৷ভিক্টর হুগোর লেখা লাইন তুলে ইনস্টাগ্রামে অনুষ্কা লিখলেন, ‘ভালোবাসা এমন একটা জিনিস যা অদ্ভুত এক ফিলিং ৷ যা তোমাকে এগিয়ে নিয়ে চলে ৷ পথ দেখায় ৷ আমি সেরকমই এক ভালোবাসা পেয়েছি ৷’
২০১৭ সালে ১১ ডিসেম্বর ইতালির তাসকানিতে স্বপ্নের মতো বিয়ে করেন বিরাট ও অনুষ্কা ৷ এই বিয়েই যেন তৈরি করে দেয় বলিউডের বিয়ের মাইলস্টোন ৷ গোলাপি লহেঙ্গায় একেবারে মোহময়ী রূপে ধরা দেন অনুষ্কা ৷ যে ছবি আজও বেশ জনপ্রিয় বলিউডে৷ দেখতে দেখতে ২ বছর পার হল ৷ প্রেম কিন্তু বেড়েই চলেছে অনুষ্কা-বিরাটের ৷
অনুষ্কা যখন বিরাটকে বিয়ে করেন তাঁর বয়স ২৯ ৷ বলিউডে তখন একের পর এক হিটও দিচ্ছেন অনুষ্কা ৷ শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবেও দারুণ সফল অনুষ্কা ৷ কেরিয়ারের পারদ যখন তুঙ্গে ঠিক তখনই কেন বিয়ে করে ফেললেন অনুষ্কা?
এতদিন এই প্রশ্নের মুখোমুখি হলেও উত্তর দিতে চাননি অনুষ্কা ৷ অবশেষে মুখ খুললেন অনুষ্কা শর্মা ৷ সম্প্রতি একটি বিনোদন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে অনুষ্কা জানিয়েছেন, ‘আমার তখন বয়স ২৯ ৷ আমি আর বিরাট তখন শুধু প্রেমে ছিলাম ৷ অন্য কিছু ভাবার সময়ই ছিল না ৷ তাই আর দেরি করলাম না ! প্রেমের মানুষকে হাতছাড়া করতে নেই !’
আরও দেখুন
